WB Panchayat Poll Result 2023: কংগ্রেস কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ভোট-সন্ত্রাসে মৃত্যু বেড়ে ৪৫
কংগ্রেস কর্মীকে বাঁচাতে আহত হন পরিবারের ৪ সদস্য। সকলকেই মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আজ সকালে বছর ২৫-এর ফতিকুলের মৃত্যু হয়।
করুণাময় সিংহ, অভিজিৎ চৌধুরী, মালদা: মালদার (Malda) রতুয়ায় (Ratua) ভোট-পরবর্তী সন্ত্রাস (Panchayat Elections )। রামপুর গ্রামে কংগ্রেস কর্মীকে (Congress Worker) পিটিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পঞ্চায়েত ভোট (Panchayat Election) ঘোষণার পর এই নিয়ে ৩৬ দিনে মৃত্যু হল ৪৫ জনের। রতুয়ার ভাদো গ্রাম পঞ্চায়েতের রামপুর বুথে জয়ী হন তৃণমূল প্রার্থী রোজিনা বিবি। বিজয় মিছিল বের করে তৃণমূল। অভিযোগ, কংগ্রেস কর্মী ফতিকুল হক তাঁর বাড়ির সামনে বাজি ফাটাতে নিষেধ করায়, তাঁকে বাইরে বের করে এনে বেধড়ক মারধর করা হয়। কংগ্রেস কর্মীকে বাঁচাতে আহত হন পরিবারের ৪ সদস্য। সকলকেই মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আজ সকালে বছর ২৫-এর ফতিকুলের মৃত্যু হয়। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
গ্রাম বাংলার ভোটে জ্বলছে আগুন। ফাটছে বোমা। মরছে মানুষ। এর মধ্যেই, পঞ্চায়েত ভোটের আবহে ঝরে গেল আরও একটা প্রাণ। মালদার রতুয়ায় ভোট-পরবর্তী সন্ত্রাসের শিকার হলেন আরও এক কংগ্রেস কর্মী (Congress Worker)। রামপুর গ্রামে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে এই নিয়ে গত ৩৫ দিনে মৃত্যু হল ৪৫ জনের। গণনাপর্বেই খুন হলেন ৫ জন।
রতুয়ার ভাদো গ্রাম পঞ্চায়েতের রামপুর বুথে জয়ী হন তৃণমূল প্রার্থী রোজিনা বিবি। এর পর, মঙ্গলবার সন্ধেয় এলাকায় বিজয় মিছিল বের করে তৃণমূল (TMC)। অভিযোগ, কংগ্রেস কর্মী ফতিকুল হকের বাড়ির সামনে বাজি ফাটান তৃণমূল কর্মীরা। তার প্রতিবাদ করেন এই কংগ্রেস কর্মী। এরপরই, বাড়ি থেকে বাইরে বের করে এনে কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধর করা হয়। কংগ্রেস কর্মীকে বাঁচাতে গিয়ে আহত হন তাঁর পরিবারের আরও ৪ সদস্যও। তাঁদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার সকালে, এখানেই মৃত্যু হয় বছর ২৫-এর ফতিকুলের। কংগ্রেস কর্মী (Congress Worker) খুনের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন