এক্সপ্লোর
Advertisement
পরপর চারবার ক্ষমতা দখল করা সহজ নয়, হারের পর গগৈ
গুয়াহাটি: বিধানসভা নির্বাচনে দলের পরাজয় স্বীকার করে নিলেন অসমের বীজিত মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা তরুণ গগৈ। একইসঙ্গে, বিজেপি নেতা তথা ভাবী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে জয়ের জন্য শুভেচ্ছা জানান।
এদিন ফলাফলে দলের পরাজয় নিশ্চিত হওয়ার পর সাংবাদিক সম্মেলনে এসে গগৈ বলেন, জনাদেশকে আমরা মাথা পেতে নিলাম। আমরা গঠনমূলক ও কার্যকর বিরোধীর ভূমিকা নিয়ে অসমবাসীর সেবা করব।
একইসঙ্গে, বিপুল জয়ের জন্য বিজেপিকে ও ভাবী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে আগাম শুভেচ্ছাও জানান গগৈ। তিনি বলেন, মানুষ আচ্ছে দিন ও উন্নয়নের পরিবর্তনের আশায় ভোট দিয়েছেন। নতুন সরকারের থেকে মানুষের অনেক আশা রয়েছে। আশা করি বিজেপি এবং সোনোয়াল মানুষের সেই প্রত্যাশা পূরণ করবে।
দলের ব্যর্থতার নেপথ্যে কিছু খামতি ও ভুল রয়েছে বলে স্বীকার করেও গগৈর সাফাই, যে কোনও দলের পক্ষেই পরপর চারবার ক্ষমতা দখল করাটা সহজ নয়। এই রায়ে হতাশ হলেও এটাই স্বাভাবিক।
তিনি যোগ করেন, চড়াই-উতরাই জীবনের অঙ্গ। আমি আমার দীর্ঘ গাজনৈতিক জীবনে বহু চড়াই-উতরাই দেখেছি। এটুকু বলতে পারি, মানুষ আমাদের সঙ্গত্যাগ করেনি।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement