Bagda By Election: বিধানসভার উপনির্বাচনে বাম-কংগ্রেসে জোটে বিভ্রাট, বাগদায় প্রার্থী দিল কংগ্রেস
Bagda News: বাগদা বিধানসভার উপনির্বাচনে লড়াই করার জন্য আগেই প্রার্থী দিয়েছিল ফরওয়ার্ড ব্লক। এবার সেখানে অশোক হালদারের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করল কংগ্রেস।
সমীরণ পাল, বাগদা: লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল বামফ্রন্ট ও কংগ্রেস। তাতে মাত্র একটা আসন পেলেও জোটের কোনও জট দেখতে পাওয়া যায়নি। কিন্তু, বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে দ্বন্দ্ব তৈরি হল বাম-কংগ্রেস জোটে। এমনটাই ধারণা করছে রাজনৈতিক মহল।
কারণ, বাগদা বিধানসভার উপনির্বাচনে আগেই প্রার্থী দিয়েছিল ফরওয়ার্ড ব্লক। এবার সেখানে প্রার্থী দিল কংগ্রেসও। মঙ্গলবার তাদের তরফে ওই বিধানসভায় লড়াই করার জন্য প্রার্থী করা হল অশোক হালদারকে। যার জেরে জোট জট লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
আগামী ১০ জুলাই বাগদা বিধানসভার উপনির্বাচন। আগেই বামফ্রন্টের শরিক দল ফরওয়ার্ড ব্লক বাগদা উপনির্বাচনে প্রার্থী হিসেবে গৌড় বিশ্বাসের নাম ঘোষণা করেছিল। আর আজ বাগদা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হিসেবে অশোক হালদারের নাম ঘোষণা করল কংগ্রেস।
প্রার্থী হিসেবে অশোক হালদারের নাম ঘোষণা করবার পরে তিনি জানিয়েছেন, তিনি বাগদার ভূমিপুত্র। দীর্ঘদিন ধরে কংগ্রেস দলের হয়ে রাজনীতি করেন। পেশায় শিক্ষক। দুর্বল সংগঠনকে চাঙ্গা করে তুলে জেতার ব্যাপারে ১০০% শতাংশ আশাবাদী অশোক হালদার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Weather Alert: অতি ভারী বর্ষণের লাল সতর্কতা উত্তরবঙ্গে, ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা..