Ashok Dinda Attack: : আজ থেকে ওয়াই প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পাচ্ছেন অশোক দিন্দা
মঙ্গলবার প্রচার সেরে ফেরার পথে, অশোক দিন্দার গাড়িতে হামলার ঘটনা ঘটে। ইটের আঘাতে পিঠে চোট পান বলে দাবি করেন বিজেপি প্রার্থী।
কলকাতা : ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দার গাড়িতে হামলার পরেই বাড়ল নিরাপত্তা। আজ থেকেই ওয়াই প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পাবেন অশোক দিন্দা। থাকবে হোম প্রোটেকশন ও ক্লোজ প্রোটেকশন টিম। এবার থেকে প্রায় ২০ জন সিআরপিএফ জওয়ান ঘিরে থাকবেন ময়নার বিজেপি প্রার্থীকে।
মঙ্গলবার প্রচার সেরে ফেরার পথে, অশোক দিন্দার গাড়িতে হামলার ঘটনা ঘটে। ইটের আঘাতে পিঠে চোট পান বলে দাবি করেন বিজেপি প্রার্থী। অশোক দিন্দার উপর হামলার ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার বিকেলে প্রচার সেরে বাড়ি ফিরছিলেন বিজেপি প্রার্থী। অভিযোগ, তখন ময়না বাজারে তাঁর গাড়ির উপর চড়াও হয় একদল যুবক। তাঁদের হাতে ছিল তৃণমূলের পতাকা!
মাথায় তৃণমূলের প্রতীক ছাপানো টুপি! অভিযোগ, এরকম জনা পঞ্চাশেক যুবক বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে ফেলে। মুমুর্মূহু ইটবৃষ্টি করা হয়! ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ!
তৃণমূলের হামলায় পিঠে চোট পেয়েছেন বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী। এই ঘটনায় তাঁর ভাইও আহত হয়েছেন বলে অভিযোগ। হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। হামলার ঘটনায় থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অশোক দিন্দা। ময়নায় বিজেপি প্রার্থীর উপর হামলার ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
মাঠে যখন নামতেন, তখন বল হাতে আগুন ঝরাতেন। সদ্য ক্রিকেট ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই পেয়েছেন হোমগ্রাউন্ড ময়নার লড়ার টিকিট। সদ্য রাজনীতিতে অভিষেক হওয়া অশোক দিন্দার জন্য পূর্ব মেদিনীপুরের এই আসনে আলাদা নজর রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। ময়নায় তৃণমূলের সংগ্রাম দোলুই ও সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী মানিক ভৌমিকের সঙ্গে লড়াই দিন্দার।
গত ১১ মার্চ প্রাক্তন ক্রিকেটার মনোনয়ন জমা দেন দিন্দা। মঙ্গলবার ময়নায় তাঁর হয়ে রোড শো করেন দিলীপ ঘোষ। সেখান থেকেই প্রচার সেরে ফেরার পথে, অশোক দিন্দার গাড়িতে হামলার ঘটনা ঘটে। তাতে আহত হয়ে রীতিমতো যন্ত্রণা শুরু হয় তাঁর।