WB Election 2021 Live Updates: মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটপ্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা কমিশনের
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের। আজ রাত ৮ টা থেকে আগামীকাল রাত ৮ টা পর্যন্ত বহাল থাকবে যে নিষেধাজ্ঞা। আদর্শ আচরণবিধি চলাকালীন তাঁর বিভিন্ন মন্তব্য রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে জানিয়েছে কমিশন।
LIVE
Background
কলকাতা: রাজ্যে আজও জমজমাট ভোটের প্রচার। বিজেপির হয়ে ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা রয়েছে বর্ধমান, কল্যাণী ও বারাসাতে। আজ কালিম্পং, ধূপগুড়ি, হেমতাবাদ ও শিলিগুড়িতে প্রচার করবেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে রানাঘাট, বসিরহাট ও দমদমে।
ECI Bans Mamata Campaigning: নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল দুপুরে ধরনায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়
নির্বাচন কমিশনে ২৪ ঘণ্টা নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল দুপুরে ধরনায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, 'ভারতের নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক ও সংবিধানবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামীকাল দুপুর ১২ টা থেকে গাঁধী মূর্তির পাদদেশে ধর্নায় বসছি।'
Mamata Campaigning Ban: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা কমিশনের
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের। আজ রাত ৮ টা থেকে আগামীকাল রাত ৮ টা পর্যন্ত বহাল থাকবে যে নিষেধাজ্ঞা। পাঁচ পাতার বিবৃতি জারি করে যেমনটা জানিয়েছে কমিশন। তাঁকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, তিনি যাতে এমন কোনও মন্তব্য না করেন, যাতে নির্বাচনী প্রক্রিয়ায় কোনও প্রভাব পড়ে বা আইন-শৃঙ্খলার সমস্যা হয়। আদর্শ আচরণবিধি চলাকালীন তাঁর বিভিন্ন মন্তব্য রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে জানিয়েছে কমিশন।
Amit Shah Rally Live: '২ মে দিদির বিদায় নিশ্চিত'
অমিত শাহ বলেছেন, ২ মে দিদির বিদায় নিশ্চিত।
Amit Shah Rally Live:'দিদির শুধুমাত্র তোষণের রাজনীতি করছেন'
অমিত শাহ বলেছেন, অনুপ্রবেশের সমস্যা একমাত্র বিজেপি সরকারই দূর করতে পারবে। দিদির শুধুমাত্র তোষণের রাজনীতি করছেন। সিএএ চালু করে মতুয়া সহ সমস্ত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে।
Amit Shah Rally Live: 'দিদি তাঁর সভায় বাংলার থেকে আমার নাম বেশিবার বলছেন'
ধূপগুড়ির জনসভায় অমিত শাহ বলেছেন, টিএমসি-র বিরুদ্ধে লড়াই করছে উত্তরবঙ্গের মানুষ। দিদি আমার ইস্তফা চাইছেন। ইস্তফাপত্র আমার পকেটেই রয়েছে।একমাত্র মানুষ চাইলেই ইস্তফা দিয়ে দেব। দিদি তাঁর সভায় বাংলার থেকে আমার নাম বেশিবার বলছেন।