(Source: ECI/ABP News/ABP Majha)
WB Election 2021 Voting: নন্দীগ্রামের অনেক বুথেই ৯০ শতাংশের বেশি ভোট, বয়ালের বুথে ভোট পড়ল কত?
কে জিতবেন, কে হারবেন, ফাইনাল রেজাল্ট ২ মে
নন্দীগ্রাম: কে জিতবেন, কে হারবেন, ফাইনাল রেজাল্ট ২ মে। তার আগে অঙ্ক পরীক্ষার পর প্রশ্নপত্রে নম্বর বসানোর মতো নন্দীগ্রামের বুথ ধরে ধরে অঙ্ক কষতে ব্যস্ত বিভিন্ন দলের কর্মীরা।
বাংলার ২৯৪ আসনে ভোট। তবে এপিসেন্টার নন্দীগ্রাম! অনেকেই বলছেন, নবান্নের রাস্তা এবার নন্দীগ্রাম হয়েই যাবে। তাই ২ মে-র আগে বুথ ধরে ধরে হিসেব-নিকেশে ব্যস্ত সবপক্ষই। নির্বাচন কমিশনের হিসেব বলছে, নন্দীগ্রামের ২টি ব্লকে মোট ৩৫৫টি বুথ। তার মধ্যে ৮৯টি বুথে ভোট পড়েছে ৯০ শতাংশেরও বেশি।
তবে, গতকাল যে স্কুলের বুথে পৌঁছে বিক্ষোভের জেরে প্রায় ২ ঘণ্টা ধরে আটকে গিয়েছিলেন তৃণমূলনেত্রী, যে স্কুলের বারান্দায় তাঁকে দেখা গিয়েছিল হুইলচেয়ারে বসে থাকতে, সেই বয়াল মক্তব প্রাইমারি স্কুলে ভোট পড়েছে ৭৯ শতাংশ।
নন্দীগ্রামের সংখ্যালঘু অধ্যুষিত ১ নম্বর ব্লকের ভেটুরিয়া কোহিনুর এসএসকে-র বুথে সর্বাধিক ভোট পড়েছে। ৯৬ শতাংশের বেশি ভোট পড়েছে নন্দীগ্রামের এই বুথে। দ্বিতীয় সর্বাধিক ৯৪ শতাংশের বেশি ভোট পড়েছে, বাড় নাকচিরাচর প্রাইমারি বিদ্যালয়ের ২ নম্বর বুথ, জলপাই গড়চক্রবেড়িয়া অম্বিকা গোলাপ স্মৃতি বিদ্যামন্দিরের সপ্তম পার্ট এবং বাড়ুনিসনান প্রাইমারি বিদ্যালয়ের ১ নম্বর বুথে। বাসুলিচক প্রাইমারি স্কুলের বুথে ৯৩.২৫ শতাংশ ভোট পড়েছে। ৯৩ শতাংশের বেশি ভোট পড়েছে যদুবাড়িচক বোর্ড প্রাইমারি স্কুলের ২ নম্বর এবং বাড়ুনিসনান প্রাইমারি স্কুলের ২ নম্বর বুথে। ৯৩.২১ শতাংশ ভোট পড়েছে নন্দীগ্রামের খোদামবাড়ি প্রধান পল্লি এসএসকে-র বুথে।
দক্ষিণ কেন্দামারি নিউ প্রাইমারি স্কুলের ২ নম্বর বুথ, ওসমানচক জুনিয়র হাইস্কুলের ১ নম্বর বুথ এবং বৃন্দাবনপুর বোর্ড প্রাইমারি স্কুলের ২ নম্বর বুথে ভোট পড়েছে ৯২ শতাংশের বেশি। আমদাবাদ মধ্যপল্লি প্রাথমিক বিদ্যালয়ের ২ নম্বর বুথ, দক্ষিণ নন্দীগ্রাম অত্যায়িক প্রাইমারি স্কুলের ১ নম্বর বুথেও ৯২ শতাংশের বেশি ভোট পড়েছে। নন্দীগ্রামের হবিবব প্রাইমারি স্কুলের ১ নম্বর বুথ, কাঁটাবেড়িয়া প্রাইমারি স্কুল, মারিচদন্ড বোর্ড প্রাইমারি স্কুল, কৃষ্ণনগর ২ নম্বর প্রাইমারি স্কুলের ২ নম্বর বুথ, চারগালিয়া প্রাইমারি স্কুল ও জামতলা মিলন প্রাইমারি স্কুলের ২ নম্বর বুথে প্রদত্ত ভোটের হার ৯২ শতাংশের বেশি।
ভেটুরিয়া বিধান স্মৃতি প্রাইমারি স্কুল, খোদামবাড়ি বুনিয়াদি প্রাইমারি স্কুলের ১ ও ২ নম্বর বুথ, মঙ্গলচক প্রাইমারি স্কুল, মঙ্গলচক নিউ প্রাইমারি স্কুল, কৃষ্ণনগর জ্ঞানেশ্বর বিদ্যাপীঠের বুথে ভোট পড়েছে ৯১ শতাংশের বেশি। ৯১ শতাংশের বেশি হারে ভোট পড়েছে জলপাই বোর্ড প্রাইমারি স্কুলের ৩ নম্বর, ঘোলপুকুরিয়া উত্তর প্রাইমারি স্কুলের ১ নম্বর, ঘোলপুকুরিয়া পূর্ব প্রাইমারি স্কুল, আকন্দবাড়ি জানাপল্লি বাসন্তী এসএসকে-র বুথে।
একই হারে ভোট পড়েছে দুর্গাপুর হাইস্কুলের ২ নম্বর বুথেও। উত্তর বয়াল প্রাইমারি স্কুল, রঙ্কিনীপুর ক্ষিরোদ পঞ্চানন প্রাইমারি স্কুলের বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। পূর্ব গোপালচক বাণীবিতান প্রাইমারি স্কুল এবং নরসিংহপুর প্রাইমারি স্কুলের বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। ৯০.৪৯ শতাংশ ভোট পড়েছে জলপাই প্রাইমারি স্কুলের পঞ্চম পার্টের বুথে।
নন্দীগ্রামের দীনবন্ধুপুর স্পেশাল প্রাইমারি স্কুলের বুথে ভোট পড়েছে প্রায় ৯১ শতাংশ। নন্দীগ্রামের দুর্গাপুরের শ্রীপুর বাপুজী প্রাইমারি স্কুলের বুথেও প্রায় ৯১ শতাংশ ভোট পড়েছে। ঘোলপুকুরিয়া জয়কালী হাইস্কুল, বৃন্দাবনপুর বোর্ড প্রাইমারি স্কুলের ১ নম্বর বুথে প্রদত্ত ভোটের হার ৯০ শতাংশের কিছু বেশি।বাড়কান্দাপাসরা এসএসকে এবং মহম্মদপুর শিবনারায়ণ শিক্ষায়তনের ১ নম্বর বুথেও ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে, দক্ষিণ নন্দীগ্রাম অত্যায়িক প্রাইমারি স্কুলের ২ নম্বর এবং মোহন জানাবাড় বোর্ড প্রাইমারি স্কুলের ২ নম্বর বুথে।
নন্দীগ্রাম সীতানন্দ কলেজ, বটতলা কেনামানি প্রাইমারি স্কুল, নন্দনায়েকবাড় প্রাইমারি স্কুলের বুথেও প্রদত্ত ভোটের হার ৯০ শতাংশের বেশি। ৯০ শতাংশ ভোট পড়েছে, নন্দীগ্রামের দেবীপুর কে এম বোর্ড প্রাইমারি স্কুলের ১ নম্বর বুথ, চম্পাইনগর আমেনা প্রাইমারি স্কুল ও নন্দীগ্রামের গোপালপুর পশ্চিমপল্লি প্রাইমারি স্কুলের ২ নম্বর বুথে। খোদামবাড়ি মালতি খুল্লানা প্রাইমারি স্কুলের ১ ও ২ নম্বর, ভেটুরিয়া পূর্ব প্রাইমারি স্কুলের বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে।
বিরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পায় আঘাত লাগায় তোলপাড়া হয়েছিল রাজ্য রাজনীতি। সেখানকার, বিরুলিয়া পশ্চিম প্রাইমারি স্কুলের ১ নম্বর ও ২ নম্বর বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। উত্তর বয়াল প্রাইমারি স্কুল, রঙ্কিনীপুর ক্ষিরোদ পঞ্চানন প্রাইমারি স্কুল, পূর্ব গোপালচক বাণীবিতান প্রাইমারি স্কুল, নরসিংহপুর প্রাইমারি স্কুলের বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে।
৯০.৪৯ শতাংশ ভোট পড়েছে জলপাই প্রাইমারি স্কুলের পঞ্চম পার্টের বুথে। নন্দীগ্রামের দীনবন্ধুপুর স্পেশাল প্রাইমারি স্কুলের বুথে ভোট পড়েছে প্রায় ৯১ শতাংশ। নন্দীগ্রামের দুর্গাপুরের শ্রীপুর বাপুজী প্রাইমারি স্কুল, গোকুলনগর রামকৃষ্ণ প্রাইমারি বিদ্যালয়ের ১ নম্বর বুথে বুথেও প ৯১ শতাংশ ভোট পড়েছে।
ঘোলপুকুরিয়া জয়কালী হাইস্কুল, বৃন্দাবনপুর বোর্ড প্রাইমারি স্কুলের ১ নম্বর বুথে প্রদত্ত ভোটের হার ৯০ শতাংশের কিছু বেশি। বাড়কান্দাপাসরা এসএসকে এবং মহম্মদপুর শিবনারায়ণ শিক্ষায়তনের ১ নম্বর বুথেও ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে, দক্ষিণ নন্দীগ্রাম অত্যায়িক প্রাইমারি স্কুলের ২ নম্বর এবং মোহন জানাবাড় বোর্ড প্রাইমারি স্কুলের ২ নম্বর বুথে।
নন্দীগ্রাম সীতানন্দ কলেজ, বৃন্দাবনচক হরেকৃষ্ণ শিক্ষামন্দির, বটতলা কেনামানি প্রাইমারি স্কুল, নন্দনায়েকবাড় প্রাইমারি স্কুলের বুথেও প্রদত্ত ভোটের হার ৯০ শতাংশের বেশি। কানুনগোচক দেশপ্রাণ বীরেন্দ্র উচ্চ প্রাথমিক স্কুলের ২ নম্বর বুথ, শিমূলকুণ্ডু বোর্ড প্রাইমারি স্কুলের ২ নম্বর বুথ, গোকুলনগর রামকৃষ্ণ প্রাইমারি বিদ্যালয়ের ২ নম্বর বুথে ৯০ শতাংশের বেশি পোলিং হয়েছে।
৯০ শতাংশ ভোট পড়েছে, নন্দীগ্রামের দেবীপুর কে এম বোর্ড প্রাইমারি স্কুলের ১ নম্বর বুথ, চম্পাইনগর আমেনা প্রাইমারি স্কুল ও নন্দীগ্রামের গোপালপুর পশ্চিমপল্লি প্রাইমারি স্কুলের ২ নম্বর বুথে। খোদামবাড়ি মালতি খুল্লানা প্রাইমারি স্কুলের ১ ও ২ নম্বর, ভেটুরিয়া পূর্ব প্রাইমারি স্কুলের বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে।
এছাড়াও, সাতেঙ্গাবাড়ি প্রাইমারি স্কুল, সইফুল্লাচক প্রাইমারি স্কুল, হোসেনপুর শিশু শিক্ষা কেন্দ্রের ২ নম্বর বুথ, নাকচিরাচর জীবনকৃষ্ণ প্রাইমারি স্কুল এবং কেন্দামারি নরহরি প্রাইমারি স্কুলের ১ নম্বর বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। সোনাচূড়া বিশ্বেশরী প্রাইমারি স্কুল, গাংড়া বাসুলি বোর্ড প্রাইমারি স্কুলের ১ নম্বর বুথ, বাউলপোতা-র গাংড়া স্পেশাল প্রাইমারি স্কুলে ১ ও ২ নম্বর বুথ, কুমিরমারা প্রাইমারি স্কুলের ১ নম্বর বুথে ৯১ শতাংশের বেশি এবং ২ নম্বর বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে।
দক্ষিণ কেন্দামারি সাহাদাত হোসেন প্রাইমারি স্কুলের ২ নম্বর বুথ, ওসমানচক জুনিয়র হাইস্কুলের ২ নম্বর বুথ এবং গোকুলনগর রামকৃষ্ণ প্রাইমারি বিদ্যালয়ের ২ নম্বর বুথ, সাউদখালি চর এসসি প্রাইমারি স্কুল, গাংড়া বাসুলি বোর্ড প্রাইমারি স্কুলের ৩ নম্বর বুথে প্রদত্ত ভোটের হার ৯০ শতাংশের বেশি।
গোবিন্দনগর জিউ প্রাইমারি স্কুলের ১ নম্বর বুথে ৯০ শতাংশ, সুধাখালি জলপাই অত্যায়িক প্রাইমারি স্কুলের বুথে ৯১ শতাংশ, সাউদখালি চর এসসি প্রাইমারি স্কুলের ১ নম্বর ও ২ নম্বর বুথে ৯২ শতাংশের বেশি ভোট পড়েছে। সোনাচূড়া জলপাই বাসুলি বিদ্যামন্দির (স্টেটপ্ল্যান)-এর ২ নম্বর বুথ, গৌরহরির সোনাচূড়া বোর্ড প্রাইমারি স্কুলের ১, ২ ও ৩ নম্বর বুথে যথাক্রমে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে।