(Source: ECI/ABP News/ABP Majha)
WB Election 2021: একদা সতীর্থ, এখন রাজনৈতিক প্রতিপক্ষ, মিঠুন-দেবের রোড শো ঘিরে উন্মাদনা
মহা-তারকাদের টানে রাস্তার পাশে মহা-ভিড়!
পার্থ প্রতিম ঘোষ ও কৌশিক গাঁতাইত: মহা-তারকাদের টানে রাস্তার পাশে মহা-ভিড়! অভিনেতা কাম নেতাদের রোড শো ঘিরে উন্মাদনা।একদা দু’জনেই ছিলেন তৃণমূলে।দেব লোকসভায়। মিঠুন রাজ্যসভায়।দেব এখনও তৃণমূলের সাংসদ। মিঠুন ইস্তফা দিয়ে এখন বিজেপিতে। পেশাগতভাবে এখনও এক স্টুডিওয় তাঁদের দেখা গেলেও, ভোটের বাংলায় তাঁরা প্রতিপক্ষ।
শুক্রবার হুগলির পুরশুড়া, হাওড়ার শ্যামপুর, ডুমুরজলা এবং দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে দলীয় প্রার্থীর হয়ে প্রচার সারেন মিঠুন।মিঠুনের প্রথম রোড শো ছিল হুগলির পুরশুড়ায়। পঞ্চাননতলা থেকে পুরশুড়ার সোদপুর অবধি যাওয়ার কথা থাকলেও, ভিড়ের চাপে আগেই শেষ করতে হয়।এরপর হাওড়ার শ্যামপুরে, বিজেপির আরেক তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তীর সমর্থনে রোড শো করেন মহাগুরু। বিকেলে ডুমুরজলায় হাওড়া মধ্য কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো।
এদিন দক্ষিণ ২৪ পরগনার কুলপিতেও দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সারেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, ‘‘মানুষের উৎসাহ বাড়ছে, আসল পরিবর্তন এবারই হবে ৷’’
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি ও বিষ্ণপুরে, দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করেন তৃণমূলের অভিনেতা-সাংসদ দেব। প্রথম রোড শো রায়দিঘির খটিরবাজার থেকে কৃষ্ণচন্দ্রপুর অবধি। এরপর বিষ্ণুপুরের ব্যানার্জীর হাট থেকে চটা অবধি ৬ কিলোমিটার রোড শো করেন দেব। বিজেপির তারকা সাংসদ বাবুল সুপ্রিয় এবার টালিগঞ্জের প্রার্থী। তিনি এদিন প্রচার করেন বেহালা পূর্ব ও পশ্চিমে বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের হয়ে। বেহালার চৌ-রাস্তা থেকে জোকা ডায়মন্ডপার্ক অবধি রোড শো করেন বাবুল।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় বলেন, ‘‘তৃণমূলের এক্সপায়ারি হয়ে গেছে, আসছে বিজেপি ৷’’
তৃণমূলের আরেক তারকা প্রার্থী সায়নী ঘোষ আসানসোল দক্ষিণের নাকড়াপোতা, ডিহিকা-সহ কয়েকটি গ্রামে প্রচার চালান।