WB Election 2021 Voting: নাবালিকাকে শ্লীলতাহানি অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে, বিক্ষোভ তারকেশ্বরে
সোমবার রাত আটটা নাগাদ ওই ঘটনা ঘটে....
সোমনাথ মিত্র, হুগলি: কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ তারকেশ্বরের রামনগর এলাকা।
১৬৮ নম্বর বুথের রামনগর প্রাথমিক বিদ্যালয়ে আট জন জওয়ানের থাকার ব্যবস্থা করা হয় স্থানীয় প্রশাসনের তরফ থেকে।
স্থানীয় মানুষের দাবি, সোমবার রাত আটটা নাগাদ ওই এলাকার এক নাবালিকা তার পাশের বন্ধুর বাড়ি বই আনতে বের হয়।
অভিযোগ, সেই সময় ফাঁকা রাস্তায় একা পেয়ে মুখ চেপে ধরে স্কুলের নাবালিকাকে পাশের একটি বাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত জওয়ান। এমনকী টাকা দেওয়ার লোভ দেখিয়ে তার সঙ্গে যৌন নির্যাতনের চেষ্টাও করে সে।
এরপরই ওই নাবালিকা চিৎকার শুরু করতেই জওয়ানটি ছুটে স্কুল ঘরে ঢুকে যায়। স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনা স্থলে এসে বিক্ষোভ দেখায়।
তারকেশ্বর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে শাস্তির দাবিতে পুলিশের সামনেই চলে বিক্ষোভ।
যদিও এই ঘটনায় এখনও অবধি কোন অভিযোগ দায়ের হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ করা হলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
আজ রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ। তিন জেলার একত্রিশ আসনে ভোটগ্রহণ হবে। হাওড়ার ৭টি, হুগলির ৮টি ও দক্ষিণ ২৪ পরগনার ১৬টি।
হাওড়ার ৭টি আসন হল - উলুবেড়িয়া উত্তর, উলুবেড়য়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগত্বল্লভপুর।
হুগলির ৮টি আসন হল - জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল।
দক্ষিণ ২৪ পরগনাটি ১৬টি আসন হল - বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, পলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর।