WB Election 2021: 'খুনের হুমকি দিয়েছেন সুনীল মণ্ডল', দাবি করে কমিশনের দ্বারস্থ রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
"ভোটের পর যাতে রবীন্দ্রনাথ কাটোয়া ছেড়ে বেরোতে না পারেন, তার জন্য শহর ঘিরে রাখতে হবে", কর্মিসভায় বলেন সুনীল
রাণা দাস, পূর্ব বর্ধমান: বিজেপি নেতা সুনীল মণ্ডল তাঁকে খুনের হুমকি দিয়েছেন। এই মর্মে থানায় অভিযোগ দায়ের করলেন কাটোয়ার তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
একসময়ের সহকর্মী, আজ রাজনীতির দুই মেরুতে। ফের কাটোয়ার তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা তথা বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। ২২ এপ্রিল ষষ্ঠ দফার দিনে ভোট হবে কাটোয়া বিধানসভা কেন্দ্রে। ফল জানা যাবে ২ মে।
কিন্তু তারপর যাতে কাটোয়া ছেড়ে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বেরতে না পারেন, তার জন্য বিজেপি কর্মীদের তৈরি থাকার নির্দেশ দিলেন সুনীল মণ্ডল। মঙ্গলবার দাঁইহাটের টাউনহলে বিজেপির কর্মিসভায় এই নির্দেশ দেন বর্ধমান পূর্বের সাংসদ।
গতকাল দাঁইহাটের এক কর্মিসভায় সুনীল বলেন, যেদিন তৃণমূল হেরে যাবে, ও যদি বুঝতে পারে, আগেই এখান থেকে বেরিয়ে যাবে। ভোটের পর যাতে রবীন্দ্রনাথ কাটোয়া ছেড়ে বেরোতে না পারেন, তার জন্য শহর ঘিরে রাখতে হবে। ও যাতে বেরোতে না পারে, তার জন্য আমাদের কর্মীরা প্রাণ দিয়ে দেবে।
সাংসদের এই হুঁশিয়ারিতে প্রাণহানীর আশঙ্কা করছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। সুনীল মণ্ডলের বিরুদ্ধে থানা এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন কাটোয়ার তৃণমূল প্রার্থী।
রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, সুনীল মণ্ডল গতকাল বক্তব্য রাখতে এসে ২ তারিখের পর তাঁকে ঘিরে রেখে বিচার করে, প্রাণে মারার হুমকি দিয়েছেন। এমনকী, সুনীল বিশেষ লোকজনকে দায়িত্ব দিয়ে রেখেছেন, যাতে তাঁকে ঘিরে রাখা হয়। তিনি যাতে পালাতে না পারেন।
রবীন্দ্রনাথের দাবি, ঘিরে রেখে তাঁকে মারার পরিকল্পনা করছেন সুনীল। এই প্রেক্ষিতে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন রবীন্দ্রনাথ। এমনকী নির্বাচন কমিশনকেও জানিয়েছেন। তিনি যোগ করেন, এর আগে, নন্দীগ্রামেও সুনীল মণ্ডল তাঁকে হুমকি দিয়েছেন। তা নিয়েও কমিশনকে জানিয়েছেন তিনি।
যদিও সুনীলের দাবি, তিনি খুনের হুমকি দেননি। নির্বাচন কমিশন জানতে চাইলে তিনি জবাব দেবেন বলে জানিয়েছেন সুনীল।