West Bengal Election 2021: কাল প্রমাণ হয়ে গেছে নন্দীগ্রামে দিদি হারছেন, প্রত্যয়ী অমিত
বাংলায় বিধানসভা নির্বাচনের আবহে শুক্রবার উত্তরবঙ্গে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের কটাক্ষ করলেন অমিত শাহ।
![West Bengal Election 2021: কাল প্রমাণ হয়ে গেছে নন্দীগ্রামে দিদি হারছেন, প্রত্যয়ী অমিত West Bengal Election 2021: Amit Shah from his rally at Sitalkuchi says Mamata Banerjee will be defeated by Suvendu Adhikari at Nandigram West Bengal Election 2021: কাল প্রমাণ হয়ে গেছে নন্দীগ্রামে দিদি হারছেন, প্রত্যয়ী অমিত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/14/30a9e473bd4ac1b011d907cf650e3cf8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শীতলকুচি: বাংলায় বিধানসভা নির্বাচনের আবহে শুক্রবার উত্তরবঙ্গে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের কটাক্ষ করলেন অমিত শাহ। সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আত্মবিশ্বাসী সুরে জানিয়ে দিলেন, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হারবেন মমতা।
উত্তরবঙ্গের শীতলকুচির জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'ভারতের একমাত্র ব্রহ্মা মন্দির এখানে আছে। চিলা রায় এখানে মোগলদের পা রাখতে দেয়নি। দিদি উত্তরবঙ্গের প্রতি সবসময় অন্যায় করেছে। সেই জন্য দিদি আপনাদের ভয় পান। কাল প্রমাণ হয়ে গেছে নন্দীগ্রামে দিদি হারছেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আর কোথা থেকে লড়বেন। উনি বলেছেন উত্তর বাংলা ছাড়া অন্য যে কোনও জায়গা থেকে।’
অমিত শাহ সেই সঙ্গে বলেছেন, ‘একবার বিজেপি ক্ষমতায় এলে উত্তরবঙ্গে সব হিংসা বন্ধ হয়ে যাবে। রাজবংশীদের প্রতি যে অন্যায় হয়েছে তারও প্রতিকার হবে। মোদি শীতলকুচিতে রাস্তা বানানোর জন্য ২২ কোটি টাকা দিয়েছেন। কিন্তু সেই রাস্তা তৈরি হয়নি। কারণ এই রাস্তা তৈরি হোক দিদি চায়নি। এবার দিদি যাবেন আর উত্তরবঙ্গের অচ্ছে দিন আসবে।’ শাহ প্রতিশ্রুতি দেন, ‘প্রতিবছর ২ হাজার কোটি টাকা উত্তরবঙ্গের উন্নয়নে দেওয়া হবে। নারায়ণী সেনার স্মৃতি রক্ষার্থে রাজবংশীদের নিয়ে নতুন ব্যাটেলিয়ন হবে। একমাত্র বিজেপিই এ রাজ্যে অনুপ্রবেশ বন্ধ করতে পারে। বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে। উত্তরবঙ্গে একটি চা-পার্ক তৈরির পরিকল্পনা হয়েছে। ২৫০ কোটি টাকা খরচ করে ঠাকুর পঞ্চানন বর্মার স্মারক তৈরি হবে। উত্তরবঙ্গের কোচবিহারে তৈরি করা হবে এইমস্-এর ধাঁচে হাসপাতাল।’
‘জাত-পাত নিয়ে আমরা রাজনীতি করি না’, দিনহাটার সভায় মমতা
অমিত শাহ আগেও বলেছেন যে, নন্দীগ্রামে মমতা হারবেন এবং রাজ্যে তৃণমূলের দূর্গের পতন হবে। অমিত শাহ বলেছিলেন, ‘যদি নন্দীগ্রামে মমতা পরাজিত হন, তাহলেই সারা রাজ্যে তৃণমূল নিজের থেকে হারবে।’ নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শোও করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১০ এপ্রিল চতুর্থ দফায় ভোট হবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এই দফায় ১৪টি আসনে ভোট হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)