এক্সপ্লোর
Advertisement
WB Election News Update:হাতে মোটা মোটা কঞ্চির ওপর দলীয় পতাকা! মুখে ‘খেলা হবে’র স্লোগান! অনুব্রত জেলায় বাইক মিছিল তৃণমূলের, তুঙ্গে বিজেপির সঙ্গে বাকযুদ্ধ
শুক্রবার যা দেখা গিয়েছিল দুবরাজপুরে, ২৪ ঘণ্টার মধ্যে এবার একই ছবি দেখা গেল কীর্ণাহার থেকে মল্লারপুর, ময়ূরেশ্বর থেকে সাঁইথিয়ায়।
গোপাল চট্টোপাধ্যায়,বীরভূম: কয়েকদিন আগেই তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, খেলা হবে। ভয়ঙ্কর খেলা হবে। এই মাটিতেই খেলা হবে।
অনুব্রত মণ্ডলের এই হুঁশিয়ারির পরেই জেলা জুড়ে শুরু হয়েছে তৃণমূলের বাইক মিছিল।
শুক্রবার যা দেখা গিয়েছিল দুবরাজপুরে, ২৪ ঘণ্টার মধ্যে এবার একই ছবি দেখা গেল কীর্ণাহার থেকে মল্লারপুর, ময়ূরেশ্বর থেকে সাঁইথিয়ায়।
এক-একটি বাইকে দু’তিনজন তৃণমূলের কর্মী! হাতে মোটা মোটা কঞ্চিতে লাগানো দলীয় পতাকা! সঙ্গে গলায় ‘খেলা হবে’র স্লোগান----দিনভর এলাকা দাপিয়ে বেড়াল দু’-তিনশো বাইক!!!
ময়ূরেশ্বরের তৃণমূল যুব নেতা মেঘনাদ দাসের দাবি, বাঁশ নয়,এগুলি বড় বড় উন্নয়ন, প্রতি বুথেই খেলা হবে। আমাদের এই কর্মীরা উন্নয়ন ও নকুলদানা নিয়ে থাকবে।
অন্যদিকে খেলা ঘোরানোর পাল্টা স্লোগান নিয়ে মাঠে নেমেছে বিজেপিও।
বিজেপি সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমরা আগেই বলেছি, বিজেপি প্রস্তুত আছে, হাতে ডাঙ নিয়ে দাঁড়িয়ে থাকবে। বুথ দখল করতে গেলেই খাটিয়ায় ফিরবেন। আমরাও বলছি খেলা হবে, খেলাকে ছেলেখেলা করবে বিজেপি।
২০১৯-এর লোকসভা ভোটের নিরিখে বীরভূমের ১১টি আসনের মধ্যে ৬টিতে এগিয়ে রয়েছে তৃণমূল। বাকি পাঁচটিতে এগিয়ে বিজেপি।
মাস দুয়েকের পরই রাজ্যে হাইভোল্টেজ বিধানসভার নির্বাচন। সেখানে খেলা কোন দিকে ঘোরে, সেদিকেই নজর রাজনৈতিক মহলে।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement