WB Election 2021: ভোটের ফলের আগে বাংলা ছেড়ে পালাবেন পিসি-ভাইপো, দাবি অর্জুনের
ভাষণের শুরুতে সিনেমা তারকা মিঠুন চক্রবর্তীর সমাবেশ আসায় তাঁর উচ্ছ্বাসের কথা ভাষণের শুরুতেই জানিয়ে দেন অর্জুন। তিনি বলেন, ‘ব্রিগেডে মিঠুনদাকে পেয়ে আমরা ভীষণ খুশি। তিনি সবার দাদা’।
ভোটের ফলের আগেই ব্যাঙ্ককে পালাবেন পিসি-ভাইপো: অর্জুন সিংহ
কলকাতা: ব্রিগেড সমাবেশ বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহর। সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জোরাল ভাষায় নিশানা করেছেন বিজেপি এই নেতা।
ভাষণের শুরুতে সিনেমা তারকা মিঠুন চক্রবর্তীর সমাবেশ আসায় তাঁর উচ্ছ্বাসের কথা ভাষণের শুরুতেই জানিয়ে দেন অর্জুন। তিনি বলেন, ‘ব্রিগেডে মিঠুনদাকে পেয়ে আমরা ভীষণ খুশি। তিনি সবার দাদা’।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেছেন, সাড়ে পাঁচ লক্ষ সরকারি পদ খালি রয়েছে। কিন্তু মমতা-সরকার সেই শূন্যপদ পূরণ করছে না। প্যারা-টিচারদের প্রাপ্য দিচ্ছে না রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেছেন, সাড়ে পাঁচ লক্ষ সরকারি চাকরি খালি রয়েছে। কিন্তু মমতা-সরকার সেই শূন্যপদ পূরণ করছে না। পার্শ্বশিক্ষকদের প্রাপ্য দিচ্ছে না রাজ্য সরকার।
তাঁর অভিযোগ, সরকারি কর্মীদের অধিকার খর্ব করেছে তৃণমূল সরকার। চাকরি নেই, ডিএ চাইলে মমতা বলেন ঘেউ ঘেউ করবেন না। ঘুষ না দিলে সরকারি অফিসে কোনও কাজ হয় না।
অর্জুন সিংহ বললেন, ‘বাংলায় শিল্প বলে আর কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে ৯৫ হাজার কল কারখানা বন্ধ। অর্জুনের তোপ, ‘মমতার সরকার, কাটমানির সরকার।
প্রাইভেট লিমিটেড কোম্পানি চালাচ্ছেন মমতা। স্বাস্থ্য সাথীর নামে ভাঁওতাবাজি করছে মমতা সরকার। এ জন্য সবাইকে টাকা দিতে গেলে রাজ্য বাজেট ছাপিয়ে যাবে।’
তাঁর দাবি, ‘বাংলায় ভাতা আর ভাঁওতার সরকার চলছে। ২ মে ভোটের ফলের আগে বাংলা ছেড়ে পালাবেন পিসি-ভাইপো।’