WB Election 2021: বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট, দামী গাড়ি! জানুন পায়েলের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ
আজকের ‘আয়-ব্যয়ে’ বেহালা পূর্ব কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থীর বিষয় আশয়ের খতিয়ান৷
কৃষ্ণেন্দু অধিকারী,কলকাতা: অভিনেত্রী পায়েল সরকারের স্থাবর সম্পত্তি বলতে ১ কোটি ১৪ লক্ষ টাকার ফ্ল্যাট। অস্থাবর সম্পত্তি সাড়ে ৭১ লক্ষ টাকার। বেহালা পূর্ব কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থীর বিষয় আশয়ের খতিয়ান তুলে ধরা হল ৷
তৃণমূলের মতো বিজেপির প্রার্থী তালিকাতেও বড়সড় জায়গা করে নিয়েছেন টালিগঞ্জের তারকারা। বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব আসনে অভিনেত্রী পায়েল সরকারকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। পায়েলের লড়াই শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় এবং সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সমিতা হড় চৌধুরীর সঙ্গে। গত ২২ মার্চ মনোনয়ন জমা দিয়েছেন পায়েল সরকার। মনোনয়নের সঙ্গে দিয়েছেন হলফলনামা। সেখানে জানিয়েছেন, তাঁর বিষয়-আশয়ের খতিয়ান।
হলফনামা অনুযায়ী, ২০১৯-২০ আর্থিক বছরে বিজেপি প্রার্থী পায়েলের মোট আয় ১৪ লক্ষ ৩৮ হাজার ৩৪৭ টাকা। মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর হাতে নগদ ছিল ৫০ হাজার টাকা। সেভিংস, ফিক্সড ডিপোজিট ও টার্ম ডিপোজিট মিলিয়ে বেহালা পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থীর ৭টি অ্যাকাউন্টে ব্যাঙ্কে জমা আছে ১৩ লক্ষ ৬ হাজার ৩০৭ টাকা। এছাড়া এনএসএস ও জীবন বিমা আছে ৩৯ লক্ষ ৫২ হাজার টাকার। হলফনামা অনুযায়ী, তারকার নামে ২০১৬ সালের একটি অডি গাড়ি আছে। যার বর্তমান দাম ১৬ লক্ষ টাকা। বিজেপি প্রার্থীর আছে ৫৬ গ্রাম সোনার গয়না। যার বর্তমান দাম ২ লক্ষ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে পায়েল সরকারের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭১ লক্ষ ৫৮ হাজার ৩০৭ টাকা।
হলফনামায় বেহালা পূর্ব আসনের বিজেপির তারকা প্রার্থী জানিয়েছেন, তাঁর স্থাবর সম্পত্তি বলতে আনন্দপুরের ১৬০০ বর্গফুটের ফ্ল্যাট। যার বর্তমান দাম ১ কোটি ৪০ লক্ষ টাকা। অর্থাৎ, বিজেপি তারকা প্রার্থীর মোট সম্পত্তি ২ কোটি ১১ লক্ষ ৫৮ হাজার ৩০৭ টাকার।
পাশাপাশি মাথার ওপর আছে ৫৯ লক্ষ ৯৪ হাজার ৩৩৬ টাকার গৃহ ঋণের বোঝা। হলফনামায় পায়েল জানিয়েছেন, তাঁর নামে কোনও ফৌজদারি মামলা নেই।