WB Election 2021: ‘পরিবর্তন যাত্রা’-র পাল্টা ‘দিদির দূত’
Didir Doot Campaign of TMC to counter Parivartan Yatra of BJP: রথের পাল্টা ‘দিদির দূত’।
সোমনাথ দাস ও উজ্জ্বল মুখোপাধ্যায়, সোনারপুর, ঝাড়গ্রাম ও কীর্ণাহার: ‘পরিবর্তন যাত্রা’র পাল্টা এবার ‘দিদির দূত’। ভোটের আগে জনসংযোগ বাড়াতে বিজেপির কর্মসূচির পাল্টা কর্মসূচির সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদের মুখেও শোনা গেল খেলা হবে স্লোগান। এদিকে আজও পরিবর্তন যাত্রা থেকে তৃণমূলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি।
কার জনসংযোগের ভিত বেশি মজবুত? ভোটের আগে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়ে গেল সেই লড়াই। বিজেপির রথের পাল্টা এবার রাস্তায় নামল দিদির দূত। যদিও, বিজেপি এতে গুরুত্ব দিতে নারাজ।
ভোটের মুখে জনসংযোগের লক্ষ্যে, ইতিমধ্যেই ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে বিজেপি। রাজ্যে এসে রথযাত্রার সূচনা করেছেন জে পি নাড্ডা, অমিত শাহরা। বিজেপির সেই রথের পাল্টা এবার জনসংযোগের জমি মজবুত করতে রাস্তায় নামল ‘দিদির দূত’। শনিবার তাতে চড়ে কামালগাজি থেকে সোনারপুর পর্যন্ত রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিজেপির গেরুয়া বাহনের গায়ে লেখা তাদের কর্মসূচির নাম। ‘দিদির দূত’-এর এই গাড়ির গায়ে রয়েছে বাংলার মনীষীদের ছবি। সঙ্গে লেখা ‘বাংলার গর্ব মমতা’।
রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য কী কী কাজ করেছে, তা তুলে ধরা, মানুষের অভাব অভিযোগ শোনা এবং বিজেপির অপপ্রচারের জবাব দেওয়াই হল এই ‘দিদির দূত’-এর লক্ষ্য। আগামী কয়েকদিনে ‘দিদির দূত’ ঘুরবে রাজ্যের সর্বত্র।
এই গাড়িটির গায়ে রয়েছে একটি কিউ আর কোড। যা স্ক্যান করলেই ডাউনলোড করা যাবে ‘দিদির দূত’ অ্যাপ। এই অ্যাপে জানা যাবে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। তৃণমূল নেত্রীর বক্তৃতা লাইভ শোনা যাবে। তৃণমূল সম্পর্কে নানা তথ্য, ছবিও মিলবে এই অ্যাপে। অ্যাপ ব্যবহারকারীরা নিজেদের মতামতও জানাতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।
এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু হওয়া বিজেপির পরিবর্তন যাত্রার রথ এদিন মেদিনীপুর থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে শালবনি, চন্দ্রকোণা রোড, গড়বেতা হয়ে চন্দ্রকোণা টাউনে পৌঁছয়। রথের সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ এবং সদ্য বিজেপিতে যোগদানকারী অভিনেতা রুদ্রনীল ঘোষ। তাঁদের গলায় দিদির দূত নিয়ে শোনা গেছে কটাক্ষের সুর। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘মানুষ জানে কে আসল দূত। এর আগে দুয়ারে সরকার করেছিল। তাও ফ্লপ। দিন দিন সাংসদ-বিধায়করা দল ছেড়ে চলে যাচ্ছে।’
অন্যদিকে, তারাপীঠ থেকে শুরু হওয়া বিজেপির অন্য রথটি শনিবার বোলপুর, নানুর, কীর্ণাহার হয়ে পূর্ব বর্ধমানে যায়।