![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
WB Election 2021 News:ররিবার আলিপুরদুয়ারে পৌঁছবে বিজেপির রথ, জনসভা শুভেন্দুর
আগামিকাল, রবিবার আলিপুরদুয়ারে পৌঁছবে বিজেপির রথ। এদিনই আলিপুরদুয়ারের বাবুরহাটে জনসভা করবেন শুভেন্দু অধিকারী। বিকেলে ফালাকাটায় রোড-শো করবেন তিনি। যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
![WB Election 2021 News:ররিবার আলিপুরদুয়ারে পৌঁছবে বিজেপির রথ, জনসভা শুভেন্দুর West Bengal Election 2021: BJP Rath to reach Aliporeduar tommorow, Suvendu Adhikari to conduct meeting WB Election 2021 News:ররিবার আলিপুরদুয়ারে পৌঁছবে বিজেপির রথ, জনসভা শুভেন্দুর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/13/71f337d245d669c0aad2acdedb97e2f0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অরিন্দম সেন, আলিপুরদুয়ার: আগামিকাল, রবিবার আলিপুরদুয়ারে পৌঁছবে বিজেপির রথ। এদিনই আলিপুরদুয়ারের বাবুরহাটে জনসভা করবেন শুভেন্দু অধিকারী। বিকেলে ফালাকাটায় রোড-শো করবেন তিনি। যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
মহাকাব্যের পাতা থেকে রথের চাকা গড়িয়েছে রাজনীতির ময়দানে! সেই রথে ভর করেই আসন্ন বিধানসভা ভোটে নবান্ন দখলের পথ তৈরি করতে চাইছে বিজেপি।
বৃহস্পতিবার কোচবিহারে অমিত শাহের সূচনা করা রথ, রবিবার পৌঁছবে আলিপুরদুয়ার। সেখানে দলের কর্মসূচিতে যোগ দিতে রবিবার আলিপুরদুয়ারে যাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দেওয়ার পর কাঁথির অধিকারী পরিবারের মেজো ছেলের এটাই প্রথম উত্তরবঙ্গ সফর। রবিবার দুপুরে আলিপুরদুয়ারের বাবুরহাটে জনসভা করবেন।
বিকেলে ফালাকাটায় রোড-শো রয়েছে শুভেন্দু অধিকারীর। লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে, আলিপুরদুয়ার জেলার ৫টি বিধানসভার সবকটিতেই এগিয়ে ছিল বিজেপি। এই অবস্থায় আগামী বিধানসভা ভোটেও সেই লিড বজায় রাখতে মরিয়া বিজেপি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)