WB Election 2021: বঙ্গভোটে কালো টাকা?
জেলায় জেলায় কার্যত ভোটারদের দুয়ারে গিয়ে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে উত্তাল রাজ্য-রাজনীতি! দৌড়ে পিছিয়ে নেই তৃণমূল থেকে বিজেপি কেউই!
সুনীত হালদার, হাওড়া: দুয়ারে ভোট! তার আগে জেলায় জেলায় কার্যত ভোটারদের দুয়ারে গিয়ে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে উত্তাল রাজ্য-রাজনীতি! দৌড়ে পিছিয়ে নেই তৃণমূল থেকে বিজেপি কেউই!
একধাপ এগিয়ে এবারের ভোটে বিজেপির বিরুদ্ধে কালো টাকা ব্যবহারের অভিযোগ আনল তৃণমূল। ভোটরঙ্গের এই অঙ্কে এবার অবতীর্ন হলেন দেশের খাতায়-কলমে পলাতক নীরব মোদি, মেহুল চৌকসিরা! হাওড়া মধ্যর তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী অরূপ রায়ের অভিযোগ, নীরব মোদি, মেহুল চৌকসিদের কালো টাকা এবারের নির্বাচনে খাটাচ্ছে বিজেপি। রাতের অন্ধকারে শিবপুর, ডোমজুড় এলাকায় ভোটারদের হাতে হাজার হাজার টাকা বিলিয়ে দেওয়া হচ্ছে।
হাওড়া মধ্যর তৃণমূল প্রার্থী অরূপ রায় বলেন, ‘‘রাতের অন্ধকারে শিবপুর এবং ডোমজুড় বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় ভোটারদের হাতে ১০০০ টাকা করে ঘুষ দিচ্ছে। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করব। তিনি আরও অভিযোগ করেন নিরব মোদি, ললিত মোদি এবং মেহুল চোকসি কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। সেই কালো টাকা এবারের নির্বাচনে খাটাচ্ছে বিজেপি।’’
তৃণমূলের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছে গেরুয়া শিবির। হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিত সাহা বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস সারদা, নারদা কেলেঙ্কারি টাকা আগে নির্বাচনের খাটিয়েছে। হাওড়া জেলায় রামকৃষ্ণপুর কো-অপারেটিভ ব্যাংক, মাজু কো-অপারেটিভ ব্যাংক এবং কাসুন্দিয়া কো-অপারেটিভ ব্যাংকের দুর্নীতি দায় মন্ত্রী হিসেবে এড়াতে পারেন না অরূপ রায়, ওই সব ব্যাংকের দুর্নীতির টাকা এবারের ভোটে তৃণমূল খাটাচ্ছে। বস্তি এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা এবং খাবার পৌঁছে দিচ্ছে তৃণমূল ৷’’
গরু থেকে কয়লা পাচার, চাল-চুরি থেকে ত্রিপল চুরির অভিযোগে বারবার তৃণমূলকে কাটমানির সরকার বলে প্রকাশ্য মঞ্চ থেকে আক্রমণ করতে শোনা গেছে বিজেপির শীর্ষ নেতাদের। নরেন্দ্র মোদি এসে কটাক্ষ করেছেন, বাংলায় সিঙ্গল উইনডো- ভাইপো উইনডো ৷ পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল নেত্রীও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘নরেন্দ্র মোদির মতো বড় ডাকাত কোথাও আছে?’’
অভিযোগ, পাল্টা অভিযোগ...এর প্রভাব কি আদৌ পড়বে ভোট-যন্ত্রে? উত্তর মিলবে ২ মে।