![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
WB election 2021:পুরুলিয়ার জয়পুরে জোটে জট, দলের প্রার্থীর দাবিতে পথ অবরোধ কংগ্রেস কর্মীদের
আইএসএফের সঙ্গে আসন সমঝোতা নিয়ে জটিলতা এখনও কাটেনি কংগ্রেসের...এবার পুরুলিয়ার জয়পুর আসন নিয়েও বাম শরিক ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কংগ্রেসের বিবাদ প্রকাশ্যে চলে এল।শুক্রবার সংযুক্ত মোর্চার তরফে জয়পুর বিধানসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক হিসেবে ধীরেন মাহাতোর নাম ঘোষণা করা হয়। প্রার্থী ঘোষণার পরও স্থানীয় কংগ্রেস নেতৃত্বের দাবি জয়পুর আসনটি তাদের দিতে হবে। এই দাবিতে শুক্রবার রবিবার পুরুলিয়া-রাঁচি সড়ক অবরোধ করেন স্থানীয় কংগ্রেস কর্মীদের একাংশ।
![WB election 2021:পুরুলিয়ার জয়পুরে জোটে জট, দলের প্রার্থীর দাবিতে পথ অবরোধ কংগ্রেস কর্মীদের West Bengal Election 2021: Congress protest for thier candidate in the alliance in Purulia ahead of elections WB election 2021:পুরুলিয়ার জয়পুরে জোটে জট, দলের প্রার্থীর দাবিতে পথ অবরোধ কংগ্রেস কর্মীদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/09/32718ca67ceed4698a3f3a73010dadbf_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সন্দীপ সম্মাদ্দার, পুরুলিয়া: প্রার্থী ঘোষণার পরই পুরুলিয়ার জয়পুরে জোট নিয়ে ক্ষোভ। ফরওয়ার্ড ব্লককে আসনটি ছাড়া হলেও স্থানীয় কংগ্রেস কর্মীদের দাবি আসনটি তাদেরকেই ছাড়তে হবে। এই দাবিতে কোটশিলায় অবরোধ করলেন কংগ্রেস কর্মীরা। বিচ্ছিন্ন ঘটনা, ঐকব্যবদ্ধভাবে সংযুক্ত মোর্চা লড়বে বলে জানিয়েছে সিপিএম।
আইএসএফের সঙ্গে আসন সমঝোতা নিয়ে জটিলতা এখনও কাটেনি কংগ্রেসের...এবার পুরুলিয়ার জয়পুর আসন নিয়েও বাম শরিক ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কংগ্রেসের বিবাদ প্রকাশ্যে চলে এল।শুক্রবার সংযুক্ত মোর্চার তরফে জয়পুর বিধানসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক হিসেবে ধীরেন মাহাতোর নাম ঘোষণা করা হয়। প্রার্থী ঘোষণার পরও স্থানীয় কংগ্রেস নেতৃত্বের দাবি জয়পুর আসনটি তাদের দিতে হবে। এই দাবিতে শুক্রবার রবিবার পুরুলিয়া-রাঁচি সড়ক অবরোধ করেন স্থানীয় কংগ্রেস কর্মীদের একাংশ।
১৯৮৭ থেকে ১৯৯৬ পর্যন্ত জয়পুর আসনটি ছিল ফরওয়ার্ড ব্লকের দখলে। ১৯৯৬ ও ২০০১ এর ভোটে কংগ্রেস আসনটি ফরওয়ার্ড ব্লকের থেকে ছিনিয়ে নেয় ৷ ২০০৬ ও ২০১১-র ভোটে আবার জয়পুর জিতে নেয় ফরওয়ার্ড ব্লক ৷ ২০১৬-র বিধানসভা ভোটে জয়পুরে জেতে তৃণমূল। এই প্রেক্ষিতে জয়পুর আসনটি ছাড়ার দাবিতে সরব হয়েছে কংগ্রেস। ঝালদা ২ নম্বর ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি ফণিভূষণ কুমার জানান, ‘‘জয়পুর বিধানসভায় ১৯টি অঞ্চলে কংগ্রেস শক্তিশালী, ওদের এখানে ক্ষমতাই নেই, এলাকার মানুষের দাবি কংগ্রেসের প্রার্থী করা হোক, তাই মানুষ বিক্ষোভ দেখাচ্ছে ৷’’
ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় পাল্টা জানিয়েছেন, জয়পুর আসনে দীর্ঘদিন লড়াই করেছেন তাঁরা। এই আসন ছাড়ার কোনও প্রশ্নই নেই। পুরুলিয়ার সিপিএমের জেলা সম্পাদক প্রদীপ রায় জানান, ‘‘সংযুক্ত মোর্চা যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে,সেইমতো জেলার নটি আসনে ঐক্যবদ্ধ লড়ব আমরা, কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এই নিয়ে মাথাব্যথার কারণ নেই, সব ঠিক হয়ে যাবে ৷’’
গত লোকসভা ভোটে পুরুলিয়া আসনে আলাদা প্রার্থী দেয় ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস। লোকসভা ভোটের নিরিখে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত জয়পুরে ১৪ শতাংশ ভোট পেয়ে ৩ নম্বরে ছিল কংগ্রেস।
৭ শতাংশ ভোট পেয়ে চার নম্বরে ছিল ফরওয়ার্ড ব্লক। ২৭ মার্চ পুরুলিয়ার ৯টি বিধানসভা কেন্দ্রে ভোট ৷ ভোটের ১৯ দিন আগেও জয়পুর নিয়ে টানাপোড়েন সংযুক্ত মোর্চার অন্দরে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)