West Bengal Election 2021: এমনভাবে ব্যাটিং করুন, বিজেপি আউট হবে, বললেন মমতা
নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাংলায়। আজ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবারই পূর্ব মেদিনীপুরে তিনটি সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কাঁথি: নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাংলায়। আজ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবারই পূর্ব মেদিনীপুরে তিনটি সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের সভা থেকে চাঁচাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ করেন মমতা।
বাংলার নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বলেছেন, 'গদ্দারদের বোল্ড আউট করতে হবে। এমনভাবে ব্যাটিং করুন, বিজেপি আউট হবে।’ ভোট বা ইভিএম মেশিন লুঠ হওয়ার আশঙ্কাও ধরা পড়েছে মমতার কথায়। বলেছেন, ‘বাইরের গুন্ডাদের এলাকায় ঢুকতে দেবেন না। বিজেপি যেন ইভিএম লুঠ করতে না পারে। ভিভি প্যাট যন্ত্র ভাল করে দেখে নেবেন। দলীয় কর্মীদের ইভিএম পাহারা দিতে হবে। ভোট মেশিনের দখল আটকাতে হবে।‘
মমতা আরও বলেন, ‘সিপিএম জগাই, কংগ্রেস মাধাই, বিজেপি গদাই। কেন ৮৫০ টাকা দিয়ে গ্যাস কিনতে হবে? কেন্দ্রকে বিনা পয়সায় মানুষকে গ্যাস দিতে হবে। কোল, এয়ার ইন্ডিয়া বিক্রি হচ্ছে কেন বিজেপি জবাব দাও। রেল, জীবন বিমা বিক্রি হচ্ছে কেন বিজেপি জবাব দাও। পিএম কেয়ার, নোটবন্দির টাকা কোথায় গেল জবাব দাও। ভোট এলে অনেককে ৫০০, ১০০০ টাকা দেবে গদ্দাররা। আমি আসলে গদ্দারদের বুঝতে পারিনি। গদ্দাররা এখন হাজার-হাজার কোটি টাকার মালিক। টাকা নিয়ে ওদের ভোট দেবেন না। ঘরে ঘরে রেশন, স্বাস্থ্যসাথী চাইলে তৃণমূলকে ভোট দিন। মা বোনেরা, এবার খেলা হবে তো? গুন্ডারা এলে হাতা-খুন্তি নিয়ে তেড়ে যাবেন তো?'
সম্প্রতি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় জখম হয়েছিলেন। চক্রান্তের অভিযোগ তুলেছিলেন মমতা। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল বিরোধীরা। মমতার বিরুদ্ধেই পাল্টা নাটক করার ও ভোটের আগে সমবেদনা আদায় করার অভিযোগ উঠেছিল। মমতা এদিন বলেন, 'ওরা ভাবছে মমতার পায়ে আঘাত লাগিয়ে বেরোতে পারবে না। তোমরা আমার সারা শরীরে মেরেছ, পা-টাই বাকি ছিল। আমি এক পা নিয়েই বোল্ড আউট করে দিতে পারি। গদ্দার, ডাকাত, কুলাঙ্গারদের মীরজাফরদের ভোট দেবেন না।’