এক্সপ্লোর
Advertisement
WB election 2021 news: রাজ্যে মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলিতে দ্রুত নির্বাচনের নির্দেশ হাইকোর্টের, বিধানসভা ভোটের মুখে কীভাবে সম্ভব? থাকছে সংশয়
বিধানসভা ভোটের দামাম বেজে গেছে।এরইমধ্যে কলকাতা ছাড়া বাকি সব মেয়াদ উত্তীর্ণ পুরসভার নির্বাচন যত দ্রুত সম্ভব সম্পন্ন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের ১৩২টি পুরসভার মধ্যে ১১১টির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেকদিন আগেই।
কলকাতা: বিধানসভা ভোটের দামাম বেজে গেছে।এরইমধ্যে কলকাতা ছাড়া বাকি সব মেয়াদ উত্তীর্ণ পুরসভার নির্বাচন যত দ্রুত সম্ভব সম্পন্ন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের ১৩২টি পুরসভার মধ্যে ১১১টির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেকদিন আগেই।
২০২০-তে পুর ভোট হয়নি। মেয়াদ উত্তীর্ণ পুরসভায় কোথাও পুর প্রশাসক, কোথাও পুর কমিশনার কাজ চালাচ্ছেন। কলকাতা পুরসভার ভোট করানোর দাবিতে একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।
এরইমধ্যে হাওড়া পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়েছে ২০১৮-র ১০ ডিসেম্বর।
এই অবস্থায় হাওড়ায় দ্রুত পুরভোট করানোর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করে সিপিএম। কলকাতা ছাড়া বাকি মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলিতে নির্বাচনের জন্য পৃথক মামলা দায়ের করেন এক মহিলা।
দুটি মামলারই শুক্রবার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি মহম্মদ নিজামুদ্দিনের ডিভিশন বেঞ্চে।
শুনানিতে রাজ্য নির্বাচন কমিশন হাইকোর্টে বলে, কলকাতা পুরসভায় ভোট করানোর বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন।
রাজ্যে এখন যেহেতু বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে, তাই কলকাতা ছাড়া অন্যান্য পুরসভার ভোট বিধানসভা নির্বাচনের পরে করালে ভাল হয়।
এরপর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, পুর নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ দ্রুত শেষ করতে হবে। রাজ্যের সঙ্গে আলোচনা করে পুরসভার নির্বাচন করতে হবে।
সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে কি পুরভোট করানো সম্ভব?
তৃণমূল নেতা ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, বিধানসভা নির্বাচনের আগে কী করে এটা সম্ভব তা দেখতে হবে।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, কয়েকদিনের মধ্যেই বিধানসভা ভোটের ঘোষণা হয়ে যাবে। এখন রাজ্য নির্বাচন কমিশন পুরভোট করাতে পারবে কি না জানি না।
আপাতত সবাই বিধানসভা ভোট নিয়ে ব্যস্ত।এরমধ্যেই পুরভোট কবে হবে? সেটাই বড় প্রশ্ন।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement