WB Election 2021: ‘খেলা হবে’-র পর বিয়েবাড়িতে এবার ‘জয় শ্রীরাম’ও
West Bengal Assembly Elections 2021: রাজনীতির সভা মিছিল ছেড়ে এখন বিয়েবাড়িতেও দেখা যাচ্ছে স্লোগান।
সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: তৃণমূল কংগ্রেসের স্লোগান ‘খেলা হবে’ বিয়েবাড়ির শোভাযাত্রায় ভাইরাল হওয়ার পর এবার বাদ গেল না বিজেপি-র ‘জয় শ্রীরাম’ স্লোগানও। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বেশ কয়েকটি বিয়েবাড়ির শোভাযাত্রায় ডিজে-তে বেজে উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগানের গান আর তার সঙ্গে উদ্দাম নাচ। রাজনীতির সভা মিছিল ছেড়ে এখন বিয়েবাড়িতেও নাচ-গানে ভাইরাল হচ্ছে বিজেপি-র ‘জয় শ্রীরাম’ স্লোগান।
এতদিন রাজনীতির আঙিনায় শোভা বর্ধন ও সাউন্ড সিস্টেমে বাজতে দেখা যেত বিভিন্ন রাজনৈতিক দলের স্লোগান। যেমনটা সিপিএম-এর সভায় মানুষ শুনতে পেতেন ‘টুম্পা সোনা’, তৃণমূল কংগ্রেসের ‘খেলা হবে’ বা বিজেপি-র কর্মসূচিতে থাকত ‘জয় শ্রীরাম’ স্লোগান। এইসব রাজনৈতিক স্লোগান এখন রাজনীতির ময়দান ছেড়ে প্রবেশ করেছে সাধার মানুষের সামাজিক অনুষ্ঠানে। এর আগে রায়গঞ্জ শহরের বিভিন্ন বিয়েবাড়ি বা বরযাত্রীর শোভাযাত্রায় ডিজে বাজিয়ে তৃণমূলের স্লোগান ‘খেলা হবে’ গানের সঙ্গে উদ্দাম নাচের ছবির দেখা মিলেছে। এবার দেখা গেল বিজেপি-র স্লোগান ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে গানের সঙ্গে বিয়েবাড়িতে উদ্দাম নাচ।
ভোটের পারদ চড়তেই রাজনীতির আঙিনার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের জীবনযাত্রা ও সামাজিক অনুষ্ঠানেও প্রভাব ফেলেছে বিভিন্ন রাজনৈতিক দলের স্লোগান। এদিন রায়গঞ্জ শহরের একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে শোনা গেল বিজেপি-র ‘জয় শ্রীরাম’ স্লোগানের গান ও তার সঙ্গে আনন্দ-উল্লাসের নাচ।
বিয়েবাড়ির এক আয়োজক কৃষ্ণ সরকার জানিয়েছেন, ‘আসলে এইসব স্লোগানের গানগুলোতে এমন বীট বা রিদম আছে যা আনন্দের নাচের। এর মধ্যে রাজনীতির কোনও সম্পর্ক নেই। জয় শ্রীরাম স্লোগান দিয়ে রিমিক্সের মাধ্যমে যে গান তৈরি হয়েছে তা একটা নাচাগানার মতো। আর তাই বিয়েবাড়ির আনন্দে এই গানটাকে বাজিয়েই আনন্দ উপভোগ করছেন তাঁরা।’
তবে পরিবারের কর্তারা যাই বলুক না কেন তৃণমূল কংগ্রেসের ‘খেলা হবে’ আর বিজেপি-র ‘জয় শ্রীরাম’ স্লোগান যে রাজনীতির আঙিনা ছেড়ে সাধারণ মানুষের সামাজিকতায় পৌঁছে গিয়েছে, সেটা যথেষ্ট উপভোগ্য।