WB Election 2021 LIVE Updates: নন্দীগ্রামের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর চিঠির কড়া জবাব কমিশনের
West Bengal Assembly Election 2021 LIVE Updates: পুরুলিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, দাসপুরে রাজনাথ সিংহ, বেলদায় যোগী আদিত্যনাথ
LIVE
Background
নন্দীগ্রামে মমতার প্রার্থীপদ বাতিলের দাবি শুভেন্দুর। ৬টি মামলার কথা গোপন রেখে হলফনামার অভিযোগ। নির্বাচন কমিশনের শুভেন্দুর নির্বাচনী এজেন্টের নালিশ। চিটফান্ডে অভিযুক্ত, মামলার কথা ভাল জানেন, পাল্টা অভিষেক।
সিবিআইয়ের চার্জশিটে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় অন্য মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী নন। শুভেন্দুর অভিযোগ খারিজ করে জানিয়ে দিল সিবিআই। শুধুই কুৎসা, জবাব পাবে বিশ্বাসঘাতকরা, কটাক্ষ কুণালের।
আঘাত লাগার পর প্রথমবার। ১৯-২০ মার্চ ফের নন্দীগ্রাম যাচ্ছেন মমতা। করবেন একগুচ্ছ কর্মিসভা ও জনসভা। দুর্গাপুরে কথা বললেন স্থানীয়দের সঙ্গে।
বাঁকুড়ায় আজ মেগা ডুয়েল। শালতোড়া, ছাতনা, রাইপুরে ৩ সভা মমতার। বিষ্ণুপুরে রোড শোর পর কোতুলপুরে সভা নাড্ডার। পুরুলিয়ায় অভিষেক, দাসপুরে রাজনাথ, বেলদায় যোগী।
হুইলচেয়ারেই পুরুলিয়ায় জোড়া সভা মমতার। পা ভেঙে আটকানো যাবে না, হুঙ্কার অভিষেকের। নন্দীগ্রামকাণ্ড নিয়ে বাঁকুড়ার সভা থেকে পাল্টা কটাক্ষ অমিত শাহের।
তৃণমূলত্যাগীদেরই কেন প্রার্থী? বিজেপির হেস্টিংসের দফতরে দফায় দফায় বিক্ষোভ। শিবপ্রকাশ, মুকুল, অর্জুনের সামনেই ভাঙল ব্যারিকেড।
রবীন্দ্রনাথকে নিয়ে বিজেপির অন্দরে আরও বিক্ষোভ। চুঁচুড়ার পার্টি অফিসে তালা ঝুলিয়ে তাণ্ডব। বিচ্ছিন্ন ঘটনা, দাবি শমীকের। পুরনোদেরই সামলাতে পারছে না, আবার বাংলা সামলাবে, কটাক্ষ তৃণমূলের।
শোভন-বৈশাখীর বিজেপি-ত্যাগের পরের দিনই তৃণমূল ছাড়লেন দেবশ্রী। কেউ সম্মান নিয়ে ডাকলে আপত্তি নেই, জিইয়ে রাখলেন বিজেপিতে যাওয়ার জল্পনা। সবাই টিকিট পাবে, হতে পারে না, মন্তব্য কুণালের।
শেষমুহূর্তে ঝাড়গ্রাম গেলেন না অমিত শাহ, কপ্টারে ত্রুটির দাবি। খড়গপুর থেকে ভার্চুয়ালে ভাষণ। গুয়াহাটি থেকে সফর বদলে দিল্লি ফেরার আগে হঠাৎ ফিরলেন কলকাতায়। কোর কমিটির সঙ্গে বৈঠক।
সংবিধান লঙ্ঘন করে তারকেশ্বরে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। অভিযোগ মহুয়া মৈত্রর। রাজ্যসভার সদস্যপদ বাতিলের দাবি। প্রতিক্রিয়া জানাতে চাননি স্বপন।
গেরুয়া টিশার্টে মোদির ছবি, কফি হাউসে তাণ্ডব। ‘নো ভোট ফর বিজেপি’ লেখা পোস্টারে কালি। দলের কোনও ঘোষিত কর্মসূচি নয়, সাফাই বিজেপির।
এডিজি আইনশৃঙ্খলার পদ থেকে সরেও মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ফিরলেন জ্ঞানবন্ত। হচ্ছেন রাজ্যের নিরাপত্তা অধিকর্তা। নন্দীগ্রামকাণ্ডে গাফিলতির অভিযোগে সাসপেন্ড বিবেক সহায়।
অধিকাংশ ভোট নোটায় পড়লে নির্বাচন বাতিল করে নতুন করে ভোট নেওয়া হোক। বিজেপি নেতার আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশনকে নোটিস সুপ্রিম কোর্টের।
WB Election 2021 LIVE: মুখ্যমন্ত্রীর চিঠির কড়া জবাব কমিশনের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপ নির্বাচন কমিশনারের কড়া চিঠি।নন্দীগ্রামকাণ্ড নিয়ে চিঠির কড়া জবাব কমিশনের। বিবেক সহায়, ডিএম-এসপির অপসারণ নিয়ে ব্যাখ্যা দিয়ে কমিশন বলেছে, ‘মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দিতে ব্যর্থ বিবেক সহায়। নিরাপত্তা অধিকর্তা-সহ ডিএম, এসপি ব্যর্থ। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী সূচি জানতেন না বিবেক সহায়। মুখ্যমন্ত্রীর কর্মসূচি জানতেন না ডিএম-এসপি।ব্যবহার করা হয়নি মুখ্যমন্ত্রীর বুলেটপ্রুফ গাড়িও।’
West Bengal Election 2021: রাজ্যে ভোটের আগেই ভোট শুরু
রাজ্যে ভোটের আগেই ভোট শুরু। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে পোস্টাল ব্যালটে বিশেষভাবে সক্ষম, ৮০ ঊর্ধ্বদের ভোট নেওয়া হল। বাড়িতে গিয়ে ভোটদান কক্ষ তৈরি করে ভোট নিল নির্বাচন কমিশন। পোলিং অফিসার, বুথ লেভেল অফিসার, মাইক্রো অবজার্ভার-এই ৩ অফিসারের উপস্থিতিতে ২ জেলায় পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হল। আগামী ২৭ মার্চ প্রথম দফায় পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে ভোট।
WB Election 2021 LIVE: তৃণমূলের ভোটপ্রচারে এবার ‘দিদির ১০ অঙ্গীকার’
তৃণমূলের ভোটপ্রচারে এবার ‘দিদির ১০ অঙ্গীকার’-
‘দেড় কোটি পরিবারের দুয়ারে মাসিক রেশন সরবরাহ’
‘৫০টি শহরে ২৫০টি মা ক্যান্টিনে ৫ টাকায় খাবার’
‘শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি, ব্লক প্রতি ১টি মডেল আবাসিক স্কুল’
‘৩০টি জেলা সদরে মেডিক্যাল কলেজ নির্মাণ’
‘৫ বছরে ৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ’
‘বার্ষিক ৫ লক্ষ নতুন কর্মসংস্থান’
‘প্রথমবার বাংলায় প্রতি পরিবারের মাসিক আয় নিশ্চিত করতে প্রকল্প’
‘১ কোটি ৬০ লক্ষ যোগ্য পরিবারপিছু ৫০০ টাকা সাহায্য’
‘বাংলার যুবদের স্বাবলম্বী করতে স্টুডেন্টস ক্রেডিট কার্ড’
‘৪ শতাংশ সুদে ১০ লক্ষ টাকা সর্বোচ্চ ঋণ’
‘সুখী কৃষক ও কৃষক বন্ধু প্রকল্পে ৬৮ লক্ষ কৃষককে সাহায্য’
‘একরপিছু বার্ষিক ১০ হাজার টাকা সাহায্য’
West Bengal Election 2021: কাল তৃণমূলের ইস্তেহার প্রকাশ
কাল বিকেল ৪ টায় তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ। কাল লালগড়, গোপীবল্লভপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। জোড়া সভা সেরে কলকাতায় ফিরবেন তৃণমূলনেত্রী। কলকাতায় ফিরেই ইস্তেহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর পরশু ফের পশ্চিম মেদিনীপুরে ৩টি জনসভা করবেন মুখ্যমন্ত্রী। কলাইকুণ্ডা, গড়বেতা, কেশিয়াড়িতে সভা করবেন তিনি।
WB Election 2021 LIVE: বিজেপির বিক্ষোভে রণক্ষেত্র হেস্টিংস
প্রার্থী নিয়ে বিজেপির বিক্ষোভে রণক্ষেত্র হেস্টিংস। পুলিশকে লক্ষ্য করে বিজেপি কর্মীদের ইটবৃষ্টি।বিজেপি কর্মীদের ইটে আহত ১জন পুলিশকর্মী, আটক ৬। ক্যানিং পশ্চিম, মন্দিরবাজার, কুলপি, মগরাহাট নিয়ে বিক্ষোভ। তৃণমূল-ত্যাগীদের প্রার্থী করা নিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভ