WB Election 2021 LIVE Updates: মুখ্যমন্ত্রীর চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন
West Bengal Election 2021 LIVE: রানিচকের একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার সময়, তাঁকে ৪-৫ জন ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

Background
কলকাতা: নন্দীগ্রামে আজ মমতার মনোনয়ন। করবেন রোড শো। গতকাল গেলেন একের পর এক মন্দির ও মাজারে। রাস্তার দোকানে বানালেন চা। অন্যদিকে, ১২ মার্চ নন্দীগ্রাম থেকেই শুভেন্দু অধিকারীর হয়ে প্রচার শুরু করতে পারেন মিঠুন চক্রবর্তী।
গতকালই নন্দীগ্রামে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে নন্দীগ্রামের রেয়াপাড়ায় শিবমন্দিরে পুজো দেবেন।এরপর হলদিয়ায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।মঞ্জুশ্রী মোড় থেকে এসডিও অফিস পর্যন্ত মিছিল করবেন।
দুপুর সাড়ে তিনটেয় হলদিয়ার মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূলনেত্রী।রাতেই কলকাতায় ফিরবেন তিনি। বৃহস্পতিবার, তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
West Bengal Election 2021
অন্যদিকে, আগামী ১২ মার্চ নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দেবেন শুভেন্দু অধিকারী। ওই দিন পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্রের সঙ্গে থাকবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি এবং পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।বিজেপি সূত্রে খবর, শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র দাখিলকে ঘিরে বড় রোড-শো আয়োজন করা হচ্ছে। ওই রোড-শোতে থাকতে পারেন মিঠুন চক্রবর্তী।
৭ মার্চ বিজেপির ব্রিগেড সমাবেশে আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন বলিউডের ব্র্যান্ড বাঙালি অভিনেতা। সেদিন মঞ্চে শুভেন্দুর কানে কানে কিছু বলছেন মিঠুন- এই ছবি সামনে এসেছিল।
গেরুয়া শিবির সূত্রে এখনও পর্যন্ত যা খবর, তাতে শুভেন্দু অধিকারীর হয়ে ‘মিনিস্টার ফাটাকেষ্ট’র প্রচারে নামার সম্ভাবনা দারুণ ভাবে উজ্জ্বল।সূত্রের খবর, গত ৭ মার্চ বিজেপির ব্রিগেড সমাবেশে মঞ্চের পিছনে গ্রিনরুমে মিঠুন চক্রবর্তীর সঙ্গে আলাদা করে দেখা করেন প্রধানমন্ত্রী।সেখানে প্রধানমন্ত্রী মিঠুন চক্রবর্তীকে বলেন, তিনি যেন ১২ মার্চ থেকে রাজ্যে প্রচার শুরু করে দেন।আর শুভেন্দু অধিকারীও মনোননয়নপত্র জমা দিচ্ছেন ১২ মার্চ। সেকারণে মনে করা হচ্ছে ওই দিনই তাঁর রোডশো থেকে রাজ্যে প্রচার শুরু করবেন মিঠুন চক্রবর্তী।
West Bengal Election 2021 LIVE: এসএসকেএমে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
এসএসকেএমে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রিন করিডর করে তাঁকে কলকাতায় ফেরানো হচ্ছে। নিয়ে যাওয়া হবে এসএসকেএমে। পায়ে ও কোমরে চোট পেয়ে নন্দীগ্রাম থেকে কলকাতায় ফিরছেন তৃণমূল নেত্রী তথা নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।
West Bengal Election 2021 LIVE: মুখ্যমন্ত্রীর চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন
পায়ে ও কোমরে চোট পেয়ে নন্দীগ্রাম থেকে কলকাতায় ফিরছেন তৃণমূল নেত্রী তথা নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম তাঁর চিকিৎসা হবে। মুখ্যমন্ত্রীর চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ডে রয়েছেন সার্জারি, অর্থোপেডিক, এন্ডোক্রিনোলজিস্ট, মেডিসিন ও কার্ডিওলজি বিভাগীয় প্রধানরা। গ্রিন করিডর করে তাঁকে কলকাতায় ফেরানো হচ্ছে। নিয়ে যাওয়া হবে এসএসকেএমে।





















