WB Election 2021 LIVE Updates: একসঙ্গে কলকাতার ৮ রিটার্নিং অফিসারকে সরাল কমিশন
West Bengal Assembly Election 2021 LIVE Updates: কোচবিহারের জনসভায় মোদি, কালচিনিতে মমতা
LIVE
Background
কোচবিহারের জনসভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে, কালচিনির সভায় বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
West Bengal Election LIVE: বিজেপির কেন্দ্রীয় নেতা শাহনওয়াজ হুসেনের সভায় পাথর ছোড়ার অভিযোগ
বিজেপির কেন্দ্রীয় নেতা শাহনওয়াজ হুসেনের সভায় পাথর ছোড়ার অভিযোগ। হাওড়ার পিলখানায় উত্তর হাওড়ার বিজেপি প্রার্থীর সমর্থনে সভা। শাহনওয়াজের ভাষণ চলাকালীন মঞ্চ লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের শাহনাওয়াজ হুসেনের। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের। যাবতীয় অভিযোগ অস্বীকার শাসক দলের।
WB election 2021 LIVE: একসঙ্গে কলকাতার ৮ রিটার্নিং অফিসারকে সরাল কমিশন
একসঙ্গে কলকাতার ৮ রিটার্নিং অফিসারকে সরাল কমিশন। ভবানীপুর, এন্টালি, জোড়াসাঁকো, কলকাতা বন্দর। চৌরঙ্গী, শ্যামপুকুর, কাশীপুর-বেলগাছিয়া, বেলেঘাটা। একসঙ্গে অপসারিত কলকাতার ৮জন রিটার্নিং অফিসার।
West Bengal Election LIVE: মাতৃভাষায় পড়াশোনায় জোর, জানালেন মোদি
মাতৃভাষায় পড়াশোনা, ইঞ্জিনিয়ার মেডিক্যাল স্থানীয় ভাষায় পড়ানোর উদ্যোগ নেবে বিজেপি সরকার।
West Bengal Election LIVE: গরিব কৃষক ও মধ্যবিত্তদের সুরাহা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে, প্রতিশ্রুতি মোদির
বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে গরিব কৃষক ও মধ্যবিত্তদের সুরাহা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। পিএম কিসান সম্মাননিধির টাকা ডিরেক্ট অ্যাকাউন্টে যাবে।
WB election 2021 LIVE: নিউটাউন থেকে কীভাবে সিন্ডিকেট ব্যবসা চালু হল তা আজ চর্চার বিষয়, বললেন মোদি
নিউটাউন থেকে কীভাবে সিন্ডিকেট ব্যবসা চালু হল তা আজ চর্চার বিষয়। ভাইপো ট্যাক্স কীভাবে ছেয়ে আছে, তা সারা দেশে চর্চার বিষয়। রাস্তা জলে ভরে থাকে আর ঘরে জল আসে না। দূষিত জল খেয়ে বাচ্চারা অসুস্থ হয়।