WB Election 2021 LIVE Updates: ক্ষমতায় এলে বঙ্গে একদফায় ভোট, দাবি দিলীপ ঘোষের
West Bengal Assembly Election 2021 LIVE Updates: আদর্শ আচরণবিধি জারি হওয়ার পর আজ প্রথম দিন।
LIVE
Background
বহু প্রতীক্ষিত বঙ্গ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। বাংলায় এবার রেকর্ড ৮ দফায় ১ মাস ধরে ভোট। ২৭ মার্চ থেকে শুরু, ২৯ এপ্রিল শেষ। একদফায় সর্বাধিক ৪৫টি আসনে ভোট। গণনা ২ মে। কার্যকর হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। যার আজই প্রথম দিন।
যাবতীয় নজর অভিষেক-শুভেন্দুর রাজনৈতিক কর্মসূচির দিকে। পশ্চিম মেদিনীপুরে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিকে ডানলপে রাজনৈতিক কর্মসূচি শুভেন্দু অধিকারীর।
WB Election 2021 LIVE: এডিজি আইনশৃঙ্খলাকে সরাল নির্বাচন কমিশন
ভোটের দিন ঘোষণা হতেই এডিজি আইনশৃঙ্খলাকে সরাল নির্বাচন কমিশন ৷ জাভেদ শামিমের জায়গায় এলেন জগমোহন ৷
WB Election 2021 LIVE: শুভেন্দুর গান
মেদিনীপুরের মেচেদায় ইসকন মন্দিরে গিয়ে পুজো ও আরতি করার মাঝে কীর্তনে মজলেন শুভেন্দু অধিকারী। গেয়ে উঠলেন গান।
WB Election 2021 LIVE: হবিবপুরে বিজেপির প্রচার-গাড়ি চুরির অভিযোগ
মালদার হবিবপুরে বিজেপির প্রচার-গাড়ি চুরির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
এদিন হবিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির পরিবর্তন যাত্রার আগে গাড়ির মালিক দেখেন, গাড়ি উধাও। এনিয়ে হবিবপুর থানায় অভিযোগ দায়ের হয়। বিজেপির অভিযোগ, গাড়ি-চুরির নেপথ্যে হাত রয়েছে তৃণমূলের। শাসক শিবিরের পাল্টা দাবি, সস্তা প্রচারের লোভে মিথ্যা অভিযোগ করছে গেরুয়া শিবির।
WB Election 2021 LIVE: বিজেপির ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ
ভোট ঘোষণার পরেই বিজেপির ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা এলাকায়। বিজেপির অভিযোগ, মানিকদাস মোড় থেকে রাধাবল্লভচক পর্যন্ত রাস্তার দু’ ধারে লাগানো তাদের ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়। তৃণমূলই এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে গেরুয়া শিবির। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরেই নন্দকুমারে সরকারি জায়গা থেকে পোস্টার সরিয়ে ফেলার কাজ শুরু করল বিজেপি। আজ সকালে নন্দকুমার বাজারে সরকারি জায়গা থেকে পোস্টার খুলে নেওয়ার কাজ শুরু করেন বিজেপি কর্মীরা। গেরুয়া শিবিরের দাবি, শৃঙ্খলাবদ্ধ দল হিসেবে তারা নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করবে। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
WB Election 2021 LIVE: পিকের টুইট
ভোটের দিন ঘোষণার পরের দিনই ভোট কুশলী প্রশান্ত কিশোরের ট্যুইট। ট্যুইটারে তিনি লেখেন, গণতন্ত্রের সবথেকে বড় লড়াই হতে চলেছে বাংলায়। সেই লড়াইয়ে সামিল হওয়ার জন্য প্রস্তুত রাজ্যের মানুষ। সঠিক সময়ে তাঁরা বার্তা দিয়ে দেবেন। বাংলা নিজের মেয়েকে চায়। ২ মে আমার আগের ট্যুইটটির কথা মনে রাখবেন।