এক্সপ্লোর

WB Election 2021: ‘হাতছাড়া’ জেলা পরিষদ, দলবদলের ধাক্কা মালদা তৃণমূলে, ক্ষতি হবে না, দাবি মৌসমের

মালদায় পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পরই তাঁর হাতযশে ২০১৬ সালে বাম-কংগ্রেসের থেকে জেলা পরিষদের দখল নেয় তৃণমূল সেই শুভেন্দু অধিকারীর হাত ধরেই এবার তৃণমূল পরিচালিত জেলা পরিষদে ধাক্কা দিল বিজেপি ৷ সোমবার মালদা জেলা পরিষদের সভাধিপতি-সহ ১৪ জন সদস্য যোগ দিলেন বিজেপিতে। এদিনই একাধিক বিদায়ী তৃণমূল বিধায়ক প্রার্থী হতে না পেরে বিজেপিতে যোগ দেন ৷ সেই ধাক্কা কাটতে না কাটতেই বিধানসভা ভোটের মুখে মালদা জেলা পরিষদ হারাল তৃণমূল।

করুণাময় সিংহ, মালদা:   মালদা জেলা পরিষদের সভাধিপতি-সহ ১৪ তৃণমূল সদস্য যোগ দিলেন বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, জেলা পরিষদ এখন তাদের হাতে। জেলার আরও দুই পঞ্চায়েত সমিতির দখলের দাবি করেছে বিজেপি। মানুষ তৃণমূলের সঙ্গে, দলের কোনও ক্ষতি হবে না বলে দাবি মৌসম নুরের।

মালদায় পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পরই তাঁর হাতযশে ২০১৬ সালে বাম-কংগ্রেসের থেকে জেলা পরিষদের দখল নেয় তৃণমূল সেই শুভেন্দু অধিকারীর হাত ধরেই এবার তৃণমূল পরিচালিত জেলা পরিষদে ধাক্কা দিল বিজেপি ৷ সোমবার মালদা জেলা পরিষদের সভাধিপতি-সহ ১৪ জন সদস্য যোগ দিলেন বিজেপিতে। এদিনই একাধিক বিদায়ী তৃণমূল বিধায়ক প্রার্থী হতে না পেরে বিজেপিতে যোগ দেন ৷ সেই ধাক্কা কাটতে না কাটতেই বিধানসভা ভোটের মুখে মালদা জেলা পরিষদ হারাল তৃণমূল।

শুভেন্দু অধিকারী জানান, ‘‘মালদা জেলা পরিষদের আমরা সংখ্যাগরিষ্ঠতা পেলাম, এই প্রথম আমাদের দখলে জেলা পরিষদ ৷’’ মালদা জেলা পরিষদে সদস্য সংখ্যা ৩৮। গত পঞ্চায়েত নির্বাচনে ৩৭টি আসনে ভোট হয়। তৃণমূল জেতে ৩০টি আসনে ৷

 

বিজেপি ৬ ও কংগ্রেসের দখলে যায় একটি আসনে ৷ গত শুক্রবার জেলা পরিষদের এক বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় শাসক দলের সদস্য সংখ্যা বেড়ে হয় ৩১ ৷ বিজেপির কমে হয় ৫ ৷ কংগ্রেসের হাতে রয়েছে এক সদস্য ৷ সোমবার দলবদলের পর বর্তমানে জেলা পরিষদের সমীকরণটা দাঁড়াল এই রকম ৷ ১৪ জনের যোগ দেওয়ায় বিজেপির সদস্য সংখ্যা ৫ থেকে বেড়ে হল ১৯ ৷ অন্যদিকে ৩১ থেকে কমে তৃণমূলের সদস্য সংখ্যা হল ১৭ ৷ এক সদস্য রয়েছেন কংগ্রেসে ৷ বিজেপি এদিন যে ১৪ জন জেলা পরিষদ সদস্যের দলবদলের দাবি করে তাঁদেরই অন্যতম দীনেশ টুডু। এই তৃণমূল নেতার দাবি তিন দলবদল করেননি। তাঁর সই জাল করেছে বিজেপি।

 

মালদা জেলা পরিষদের তৃণমূল নেতা ও সদস্য দীনেশ টুডু জানান, ‘‘আমি বিজেপিতে যোগ দিইনি, জাল সই করা হয়েছে, প্রয়োজনে আইনি পদক্ষেপ নেব ৷’’

 

দলে ভাঙন আটকাতে এদিন মালদা তৃণমূলের জেলা অফিসে বৈঠক ডাকেন জেলা সভানেত্রী মৌসম বেনজির নুর। তাৎপর্যপূর্ণ বিষয় হল, জেলা পরিষদের তৃণমূলের ১৭ সদস্যের মধ্যে তিনজন বৈঠকে যাননি। সূত্রের দাবি, বৈঠকে কয়েকজন নেতৃত্বের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন। এক জেলা পরিষদ সদস্য মৌসমের বৈঠক ছেড়ে বেরিয়ে যান। মালদার তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মৌসম নুর জানান, ‘‘অর্থ ও পদের লোভে কেউ কেউ দল ছেড়েছে, এতে দলের কোনও ক্ষতি হবে না, সাধারণ মানুষ, কর্মী তৃণমূলের সঙ্গে রয়েছেন ৷’’

 

জেলা পরিষদ হাতছাড়া হওয়ার পাশাপাশি এদিন মালদার হবিবপুরের তৃণমূলের প্রার্থী সরলা মুর্মুকে নিয়ে তৈরি হয় নাটকীয়তা। সরলা বিজেপিতে যোগ দিতে পারেন, এমন ইঙ্গিতে পেয়ে সোমবারই হবিবপুরে প্রদীপ বাস্কেকে প্রার্থী হিসেবে ঘোষণা করে তৃণমূল।

জল্পনা সত্যি করে বিকেলে সরলা মুর্মু যোগ দেন বিজেপিতে। জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অম্লান ভাদুড়িও এদিন বিজেপির পতাকা তুলে নেন। বিজেপিতে যোগদানকারী নেত্রী সরলা মুর্মু জানান, ‘‘আমার শরীর খারাপ হওয়ায়  আমি প্রার্থী হতে চাইনি, তবু করা হয়েছিল, সবাই বিজেপিতে যাচ্ছে, তাই বিজেপিতে যোগ দিলাম, তৃণমূলে কাজ করা যায় না ৷’’ এ ব্যাপারে ফিরহাদ হাকিম বলেছেন, ‘যে যাচ্ছে যাক, আমাদের কাছে মা আছে ৷’’

 

বিজেপির দাবি এদিন, রতুয়া এক ও ওল্ডমালদা পঞ্চায়েত সমিতির সিংহভাগ তৃণমূল সদস্য তাদের দলে যোগ দিয়েছেন। দুই পঞ্চায়েত সমিতিতে তারা এখন সংখ্যাগরিষ্ঠ বলে দাবি করেছে বিজেপি। মালদার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, ‘‘এবার সব শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা। এরা দল ছেড়ে গেলে তৃণমূলের কোনও ক্ষতি হবে না ৷’’

 

পঞ্চায়েত আইন অনুযায়ী, জেলা পরিষদ গঠনের আড়াই বছরের আগে অনাস্থা আনা যায় না। ২০১৮ সালে পঞ্চায়েত ভোটের পর আড়াই বছর অতিক্রান্ত। মালদা জেলা পরিষদে কবে অনাস্থা আনে বিজেপি তা নিয়ে বাড়ছে জল্পনা।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Recruitment Scam: অর্পিতার জামিনের দিনই, পার্থ ঘনিষ্ঠ আরও ১ গ্রেফতার !
অর্পিতার জামিনের দিনই, পার্থ ঘনিষ্ঠ আরও ১ গ্রেফতার !
Krishna Das Prabhu Arrested : বাংলাদেশে গ্রেফতার হিন্দু সন্ন্যাসী ! কে এই কৃষ্ণদাস প্রভু ? কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
বাংলাদেশে গ্রেফতার হিন্দু সন্ন্যাসী ! কে এই কৃষ্ণদাস প্রভু ? কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যে ! তবে কি কপাল পুড়তে চলেছে ?
লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যে ! তবে কি কপাল পুড়তে চলেছে ?
Suvendu On The Sabarmati Report: BJP বিধায়কদের নিয়ে 'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে গেলেন শুভেন্দু ! কী আছে এই ছবিতে ?
BJP বিধায়কদের নিয়ে 'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে গেলেন শুভেন্দু ! কী আছে এই ছবিতে ?
Advertisement
ABP Premium

ভিডিও

Tmc News: দিল্লিতে মুখপাত্র অভিষেক, শৃঙ্খলারক্ষা কমিটিতে অরূপ-ববি-কল্যাণ | ABP Ananda LIVETmc News: 'আদানি নিয়ে বৈঠকে কোনও আলোচনা হয়নি', জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য | ABP Ananda LIVECoal Scam: আসানসোল কোর্টে গরহাজির, কয়লাপাচার মামলায় অধরা চার্জ গঠন | ABP Ananda LIVEBJP News: বিজেপি বিধায়কদের নিয়ে 'সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে গেলেন বিরোধী দলনেতা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Recruitment Scam: অর্পিতার জামিনের দিনই, পার্থ ঘনিষ্ঠ আরও ১ গ্রেফতার !
অর্পিতার জামিনের দিনই, পার্থ ঘনিষ্ঠ আরও ১ গ্রেফতার !
Krishna Das Prabhu Arrested : বাংলাদেশে গ্রেফতার হিন্দু সন্ন্যাসী ! কে এই কৃষ্ণদাস প্রভু ? কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
বাংলাদেশে গ্রেফতার হিন্দু সন্ন্যাসী ! কে এই কৃষ্ণদাস প্রভু ? কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যে ! তবে কি কপাল পুড়তে চলেছে ?
লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যে ! তবে কি কপাল পুড়তে চলেছে ?
Suvendu On The Sabarmati Report: BJP বিধায়কদের নিয়ে 'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে গেলেন শুভেন্দু ! কী আছে এই ছবিতে ?
BJP বিধায়কদের নিয়ে 'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে গেলেন শুভেন্দু ! কী আছে এই ছবিতে ?
Pension:  স্ত্রীর বদলে মেয়ে কি পেতে পারে বাবার পেনশন ? কী বলছে নিয়ম ?
স্ত্রীর বদলে মেয়ে কি পেতে পারে বাবার পেনশন ? কী বলছে নিয়ম ?
Adani Group: আদানি গ্রুপের ১০০ কোটির প্রস্তাব ফেরাল এই রাজ্য, কী বললেন মুখ্যমন্ত্রী ?
আদানি গ্রুপের ১০০ কোটির প্রস্তাব ফেরাল এই রাজ্য, কী বললেন মুখ্যমন্ত্রী ?
Anubrata Mondal : 'দিদির কাছে ভাই যাচ্ছে', তিহাড় থেকে ফেরার পরে আজই প্রথম সাক্ষাৎ মমতা-অনুব্রতর
'দিদির কাছে ভাই যাচ্ছে', তিহাড় থেকে ফেরার পরে আজই প্রথম সাক্ষাৎ মমতা-অনুব্রতর
Online Shopping Fraud: এই এক ভুলেই খালি হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অনলাইন কেনাকাটায় এগুলি করবেন না !
এই এক ভুলেই খালি হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অনলাইন কেনাকাটায় এগুলি করবেন না !
Embed widget