WB Election 2021: আজ খড়্গপুরে রোড শো শাহর, হুইলচেয়ারেই হাজরায় মমতা?
নির্বাচন সামনেই। মসনদ রক্ষার লড়াই তাঁর। তার ওপর নির্বাচনী উত্তাপ বাড়িয়ে রবিবারই ফের রাজ্যে আসছেন অমিত শাহ। খড়্গপুরে রোড শো-সহ এবারের বঙ্গ সফরে একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তাই আহত হলেও, বিশ্রামে সায় নেই মুখ্যমন্ত্রীর।
কলকাতা: নির্বাচন সামনেই। মসনদ রক্ষার লড়াই তাঁর। তার ওপর নির্বাচনী উত্তাপ বাড়িয়ে রবিবারই ফের রাজ্যে আসছেন অমিত শাহ। খড়্গপুরে রোড শো-সহ এবারের বঙ্গ সফরে একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তাই আহত হলেও, বিশ্রামে সায় নেই মুখ্যমন্ত্রীর। হুইলচেয়ারে করেই আজ হাজরায় সভায় দেখা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে। রবিবার গাঁধী মূর্তি থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিলের পরে সভাও করবেন তিনি। সেই সভায় থাকতে পারেন তৃণমূলনেত্রী।
আগামীকাল, রবিবার গাঁধী মূর্তি থেকে হাজরা পর্যন্ত তৃণমূলের মিছিল। সেই মিছিলের নেতৃত্বে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মিছিল শেষে সভায় হুইলচেয়ারে থাকতে পারেন তৃণমূলনেত্রী। শুধু তাই নয়। আগামীকাল জেলা সফরেও যেতে পারেন মমতা, সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। জানা গিয়েছে, কালই হেলিকপ্টারে দুর্গাপুর যাওয়ার কথা মমতার। সোমবার পুরুলিয়ায় ২টি জনসভা করবেন তৃণমূলনেত্রী।
বুধবার নন্দীগ্রামে আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়। গোড়ালি ও পায়ের পাতায় আঘাত নিয়ে নন্দীগ্রাম থেকে কলকাতার এসএসকেএম-এ আনা হয় তৃণমূল নেত্রী তথা নন্দীগ্রামের প্রার্থীকে। যন্ত্রণায় কাতরাতে থাকা মুখ্যমন্ত্রীকে পাঁজাকোলা করে গাড়ির পিছনের সিটে শুইয়ে দেন তাঁর নিরাপত্তারক্ষীরা। সেই অবস্থায় গ্রিন করিডোর করে মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রাম থেকে প্রায় ১২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিয়ে আস হয় কলকাতার এসএসকেএম-এ। আপাতত পায়ে প্লাস্টার রয়েছে তাঁর। পরতে হচ্ছে বিশেষভাবে তৈরি চটি।
এদিকে, ছাপা না হওয়ায় কাল প্রকাশিত হচ্ছে না তৃণমূলের ইস্তেহার। নন্দীগ্রামে দুর্ঘটনায় আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। পরিকল্পনা করে হামলা হয়নি। নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠিয়ে জানালেন ২ পর্যবেক্ষক, খবর পিটিআই সূত্রে। রিপোর্ট পর্যালোচনায় আজই বৈঠকে বসছে কমিশন।
তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী নিয়ে দিল্লিতে বিজেপির বৈঠক হবে। পাশাপাশি ভোটের প্রচারে ফের রাজ্যে অমিত শাহ। আজই খড়গপুরে রোড শো করবেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে। কাল, সোমবার ঝাড়গ্রাম-রানিবাঁধে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।