(Source: Matrize)
WB Election 2021: আদিবাসীদের প্রকল্পে কাটমানি নিয়েছেন মমতা, বিস্ফোরক অমিত শাহ
মানুষ আশা করেছিল রাজনৈতিক হিংসা, দুর্নীতি বন্ধ হবে। আদিবাসীদের শংসাপত্র নেওয়ার জন্যও ঘুষ দিতে হয়। বিজেপি ক্ষমতায় এলে আদাবাসীদের শংসাপত্র পেতে কোনও অসুবিধা হবে না।
বাঁকুড়া: মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের প্রকল্প থেকেও কাটমানি নিয়েছেন। বঙ্গ সফরে এসে বিস্ফোরক অভিযোগ করলেন অমিত শাহ। তিনি বলেন, মানুষ অনেক আশা করে বামেদের সরিয়ে তৃণমূলকে এনেছিল। মানুষ আশা করেছিল রাজনৈতিক হিংসা, দুর্নীতি বন্ধ হবে। আদিবাসীদের শংসাপত্র নেওয়ার জন্যও ঘুষ দিতে হয়। বিজেপি ক্ষমতায় এলে আদাবাসীদের শংসাপত্র পেতে কোনও অসুবিধা হবে না।
এদিন বাঁকুড়ার রানিবাঁধে একের পর এক ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করেন অমিত শাহ। নন্দীগ্রামে মমতার আহত হওয়ার ঘটনাতেও কড়া ভাষায় আক্রমণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, তৃণমূল বলছে ষড়যন্ত্র করে আঘাত করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। নির্বাচন কমিশন কিন্তু এরকম কথা বলছে না। তাহলে কে সত্যি কথা বলছে ? প্রশ্ন অমিতের। তিনি বলেন, পশ্চিমবঙ্গে কয়লাচুরি, অনুপ্রবেশ চলছেই। মোদি বাংলাকে সোনার বাংলা বানাবেন বলেছেন। বাঁকুড়ার মাটিতে দাঁড়িয়ে তিনি বলেন, জঙ্গলের অধিকার পাবেন আদিবাসীরা। পানীয় জলের প্রথম প্রকল্প বাঁকুড়াতেই হবে। আদিবাসী মানুষদের বাড়িতে কলের জল পৌঁছে যাবে। বিজেপি ক্ষমতায় এলে আদিবাসীদের জন্য বিশ্ববিদ্যালয়, একলব্য স্কুল তৈরি হবে। লাগু হবে বনভূমি অধিকার আইন। এছাড়াও আদিবাসীদের আত্মনির্ভরে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও জানান অমিত শাহ।
বিজেপির ইস্তেহারে আদিবাসীদের জন্য বিশেষ কিছু ঘোষণা থাকবে। জানালেন অমিত শাহ। তিনি বলেন, প্রত্যেক আদিবাসীকে ১৮ হাজার টাকা দেওয়া হবে। প্রতিটি তহশিলে আদিবাসী শিশুদের জন্য স্কুল তৈরি হবে। বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেক গরীব মানুষ আয়ুষ্মান ভারতের সুযোগ পাবে। বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেক গরীব মানুষ আয়ুষ্মান ভারতের সুযোগ পাবে। আদিবাসীদের নিজের ঘর বাড়ি, চাকরি পাওয়ার সময় এসে গিয়েছে। তৃণমূল সরকারের পতনের সময় চলে এসেছে। বাংলাকে সোনার বাংলা গড়ার সময় এসে গিয়েছে। আর সেটা হবে বিজেপির হাত ধরে।
অন্যদিকে এদিন ঝাড়গ্রামের সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অমিত। সেখানে তিনি বলেন, গত ১০ বছরে বাংলাকে পাতালে নিয়ে গেছে তৃণমূল সরকার। আদিবাসীদের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল, দুর্নীতি হয়েছে। রাজ্যে প্রত্যেক কাজেই তোলাবাজি, দুর্নীতি, শুধু তোষণ। সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসুর বাংলা এখন গুন্ডারাজ চলছে। আদিবাসীদের বলছি আমরা তৃণমূলকে হঠাব, আমরাই ক্ষমতায় আসব। যেসব আদিবাসী পড়ুয়ারা ৭০ শতাংশের বেশি নম্বর পাবে তাদের ৫০ শতাংশ আর্থিক সাহায্য করবে বিজেপি। রাঁও, লোধা-সহ ১০ আদিবাসী জাতির উন্নয়নে ১০০ কোটি টাকার ফান্ড তৈরি হবে। আদিবাসীদের আইনি সাহায্য দেওয়া হবে বিনামূল্যে।