WB Election 2021:রাজনীতির সুপার সানডে: কলকাতায় মোদির ব্রিগেড, শিলিগুড়িতে মিছিল মমতার
পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলাদের নিয়ে দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার হাঁটবেন তৃণমূলনেত্রী।সকাল ১১টা নাগাদ দার্জিলিং মোড় থেকে শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা।
আশাবুল হোসেন ও ঋত্বিক মণ্ডল: প্রথম দু’দফার প্রার্থী তালিকা ঘোষণার পর আজ ব্রিগেড সমাবেশ দিয়ে শুরু হচ্ছে বাংলায় বিজেপির মেগা প্রচার। আর, আজ যখন ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদি, তখন প্রায় ৫৮০ কিলোমিটার দূরে শিলিগুড়িতে পদযাত্রার মধ্য দিয়ে পুরোদমে নির্বাচনের প্রচার শুরু করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলাদের নিয়ে দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার হাঁটবেন তৃণমূলনেত্রী।দুপুর দুটো নাগাদ দার্জিলিং মোড় থেকে শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। তাঁর সঙ্গে থাকবেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান। সেইসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্যরা।
BJP Brigade Rally LIVE: আজ মোদির ব্রিগেড, থাকছেন মিঠুন, ব্রিগেড-মুখী বিজেপি কর্মী-সমর্থকরা
কলকাতায় ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮৪৫ টাকা ৫০ পয়সা।একই সঙ্গে সম্প্রতি লাগাতার দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের।
এই পরিস্থিতিতে যখন নাজেহাল অবস্থা সাধারণ মানুষের, তখন পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করছেন তৃণমূল নেত্রী। তিনি বলেছেন, সিলিন্ডার নিয়ে মিছিল, মহিলারা থাকবেন...আমরা যখন বিনা পয়সায় খাবার দিচ্ছি, তখন কেন্দ্র গ্যাসের দাম বাড়াচ্ছে।
মমতার মিছিলকে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, উনি যখন তখন হাঁটেন।
গত মাসে নরেন্দ্র মোদির বঙ্গ সফরের মধ্যে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছিল তৃণমূল। কলকাতার পাশাপাশি, রাজ্যজুড়ে অবস্থান-বিক্ষোভ করা হয়।
নির্বাচনকে সামনে রেখে রবিবার যখন ব্রিগেডের ময়দানে নামছেন নরেন্দ্র মোদি, তখন সাধারণ মানুষের সমস্যাগুলিকে হাতিয়ার করে ভোটের মুখে পাল্টা পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়।