(Source: ECI/ABP News/ABP Majha)
WB Election 2021:এক মাঠে মোদি-মমতা, সভা ঘিরে চড়ছে পারদ
এদিন, তৃণমূল ও বিজেপির জেলা নেতারা আলাদা আলাদা ভাবে মাঠ পরিদর্শন করেন। কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, ‘‘মোদির সভার পর, কে কোথায় সভা করবেন তাতে কিছু যায় আসে না...২২-এ প্রধানমন্ত্রী, ২৪-এ মমতা, ২৬-এ বাবুল সভা করতে গেলে যেন সভা করতে দেওয়া হয়, তখন যেন কোনও খেলা না হয়।’’
আশাবুল হোসেন, কলকাতা: ৪৮ ঘণ্টার ব্যবধানে হুগলির ডানলপ ময়দানে সভা করবেন নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দু’দলের তরফে মাঠ পরিদর্শন করা হয়। কাল দক্ষিণ ২৪ পরগনার নামখানায় সভা করবেন অমিত শাহ। সেদিনই জেলার পৈলানে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
একই মাঠে মোদি-মমতা! এক দিনের ব্যবধানে হুগলির ডানলপ ময়দানে জনসভা করবেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী! ২২ ফেব্রুয়ারি, ডানলপ ময়দানে রাজনৈতিক সভা করবেন নরেন্দ্র মোদি। ওই দিনই, দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোর উদ্বোধনও করতে পারেন প্রধানমন্ত্রী। ২৪ ফেব্রুয়ারি, ডানলপ ময়দানে পাল্টা সভার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। সেখানে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন, তৃণমূল ও বিজেপির জেলা নেতারা আলাদা আলাদা ভাবে মাঠ পরিদর্শন করেন। কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, ‘‘মোদির সভার পর, কে কোথায় সভা করবেন তাতে কিছু যায় আসে না...২২-এ প্রধানমন্ত্রী, ২৪-এ মমতা, ২৬-এ বাবুল সভা করতে গেলে যেন সভা করতে দেওয়া হয়, তখন যেন কোনও খেলা না হয়।’’
হুগলির তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব জানান, ‘‘আমাদের সভা, ভয় পাওয়ার কিছু নেই, মুখ্যমন্ত্রী সময় দিয়েছেন, তাই সভা হচ্ছে, ওদের বাইরে থেকে লোক আনতে হবে, আমাদের এই বিধানসভার লোক আসবে।’’
তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে, যেখানে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা সভা করবেন, সেখানেই পাল্টা সভা করা হবে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনায় সম্মুখ লড়াইয়ে অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন, কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে নামখানায় সভা করবেন অমিত শাহ। পৈলানে কর্মিসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে ভোট যত এগিয়ে আসছে, ততই সভা-পাল্টায় চড়ছে রাজনীতির পারদ!
উল্লেখ্য, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে নেমে পড়েছে ভোটের প্রচারে। রাজ্যে ইতিমধ্যেই বেশ কয়েকবার এসেছেন অমিত শাহ। গত সাত ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুরে জনসভা করেন প্রধানমন্ত্রী।
বিজেপি নেতারা ভোটের আগে দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূলকে নিশানা করেছেন। তাঁদের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোদির মুখে শোনা গিয়েছিল পিসি-ভাইপো প্রসঙ্গ। অমিত শাহও একইভাবে নাম না করে বুয়া-ভাতিজা নিয়ে কটাক্ষ করেছিলেন। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে অমিত শাহকে তাঁর ছেলে জয় শাহকে নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, শুধু বুয়া-ভাতিজা। আপনার ছেলে এত টাকা করল কীভাবে।
এভাবে যতদিন যাবে, ততই দুই পক্ষের আক্রমণ ও পাল্টা আক্রমণ তীক্ষ্ণতর হবে বলেই মনে করা হচ্ছে।