WB Election 2021: দল ছেড়ে নির্দল প্রার্থী নান্টু পাল, শিলিগুড়িতে আরও চওড়া তৃণমূলের ফাটল
শিলিগুড়িতে তৃণমূলের ফাটল আরও চওড়া হল! সোমবারই দল ছাড়েন বিক্ষুব্ধ তৃণমূল নেতা নান্টু পাল। মঙ্গলবার ছাড়লেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ বা এসজেডিএ-র ভাইস চেয়ারম্যান পদও।সিপিএম, কংগ্রেস হয়ে তৃণমূলে এসেছিলেন নান্টু পাল।
সনৎ ঝা, শিলিগুড়ি: প্রার্থী হতে না পেরে তৃণমূল ছাড়ার পর, নির্দল প্রার্থী হিসেবে শিলিগুড়িতে লড়বেন নান্টু পাল। তাঁর অনুগামীরা প্রচারও শুরু করে দিয়েছেন। যদিও নান্টুর দলবদল গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। গোটাটাই নাটক বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
শিলিগুড়িতে তৃণমূলের ফাটল আরও চওড়া হল! সোমবারই দল ছাড়েন বিক্ষুব্ধ তৃণমূল নেতা নান্টু পাল। মঙ্গলবার ছাড়লেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ বা এসজেডিএ-র ভাইস চেয়ারম্যান পদও।সিপিএম, কংগ্রেস হয়ে তৃণমূলে এসেছিলেন নান্টু পাল। এবার শিলিগুড়ি আসনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করলেন তিনি। নান্টু পালের সমর্থনে শিলিগুড়ির একাধিক জায়গায় পড়েছে পোস্টার। তৃণমূলত্যাগী নেতা নান্টু পাল জানান, ‘‘আমি দল ছাড়লাম, সব পদ ছেড়ে দিয়েছে, এবার প্রচার শুরু হবে ৷’’
সূত্রের দাবি নান্টু পালের অসন্তোষের সূত্রপাত প্রার্থীপদ নিয়ে। শিলিগুড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে ওমপ্রকাশ মিশ্রর নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর কয়েকদিনের মধ্যেই দলের সব সম্পর্ক ছিন্ন করে তৃণমূলকে ধাক্কা দিতে চান নান্টু পাল। যদিও শিলিগুড়ির তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র জানিয়েছেন, তিনি সবাইকে নিয়ে চলতে চান। শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী ওমপ্রকাশ মিশ্র বলেন, ‘‘নান্টু পালের সঙ্গে ফোনে কথা বলেছি, উনি দল ছাড়ার বিষয়টি রাজ্য নেতৃত্বের বিষয়, আমি প্রচারে ভাল সাড়া পাচ্ছি ৷’’
ভোটের মুখে শিলিগুড়িতে ফের তৃণমূলের ভাঙন নিয়ে দার্জিলিং জেলা বিজেপির সাধারণ সম্পাদকের কটাক্ষ, দলত্যাগের নামে নান্টু পাল নাটক করছেন। কে নির্দল, কে বিদ্রোহ করল তাতে যায় আসে না। ১৭ এপ্রিল শিলিগুড়ি বিধানসভা আসনে ভোট।