WB Election 2021: করোনা আবহে বন্ধ হোক ভোট! কমিশনের অফিসের সামনেই PPE পরে রাস্তায় শুয়ে প্রতিবাদ
করোনা পরিস্থিতিতে রাজ্যে অবিলম্বে বন্ধ করতে হবে নির্বাচন ৷ এমন দাবিতেই প্রতিবাদ কর্মসূচি ৷
রুমা পাল, কলকাতা: ভারতে ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৫ হাজারের বেশি। দেশে দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে। বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। এ রাজ্যেও গত কয়েকদিনে হু হু করে বেড়েছে আক্রান্তের সংখ্যা। দৈনিক সংক্রমণের সংখ্যা দু’হাজার ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে অবিলম্বে বন্ধ করতে হবে নির্বাচন। এমন দাবিতেই আজ, বুধবার নির্বাচন কমিশনের অফিসের সামনেই পিপিই কিট পরে রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানানো হল একটি অরাজনৈতিক দলের পক্ষ থেকে ৷ ৮ থেকে ১০ জন এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯৭ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৬ হাজার ১৭৭ জনের। আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৮ লক্ষ ১ হাজার ৭৮৫। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ১৭ লক্ষ ৯২ হাজার ১৩৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের। গতকাল, মঙ্গলবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৪৬। এমন অবস্থায় বিভিন্ন রাজ্যে ভোট কেন ? এমনটাই প্রশ্ন তোলা হয়েছে বিভিন্ন মহলে ৷
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৫ হাজার ৭৩৬ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯৬ হাজার ৯৮২। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৮৫৬ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৫০ হাজার ১৪৩ জন। দেশে মৃত্যুর হার ১.৩০ শতাংশ। দেশে সুস্থতার হার ৯২.১১ শতাংশ। এরইমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
এখন রাজনৈতিক কর্মকাণ্ড চলছে ৷ তার মধ্যেই করোনার দাপট বাড়ছে ৷ একদিকে রাজনৈতিক কর্মকাণ্ড চলছে ৷ পাশাপাশি সেকেন্ড ওয়েভ- বাড়বাড়ন্ত ৷ দুটোর মধ্যে সামঞ্জস্য ভুলে যাচ্ছে মানুষ ৷ সংক্রমণ বিধি, মানা হচ্ছে না ৷ ফলে আরও বেশি সংক্রমিত হওয়ার আশঙ্কা বেড়ে যাচ্ছে ৷ অতএব রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ৷