(Source: ECI/ABP News/ABP Majha)
WB Election 2021: আজ রাজ্যে ভোটের প্রচারে মোদি, আদিত্যনাথ, চার সভা মমতার
রাজ্যে আজও জমজমাট ভোট প্রচার। হুগলির হরিপালে ও দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে গত ১ এপ্রিলও রাজ্যে ভোটের প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী। ওই দিন রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট ছিল। ওই পর্বেই ভোটগ্রহণ করা হয়েছিল এবারের নির্বাচনের সবচেয়ে নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রামে।
কলকাতা: রাজ্যে আজও জমজমাট ভোট প্রচার। হুগলির হরিপালে ও দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে গত ১ এপ্রিলও রাজ্যে ভোটের প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী। ওই দিন রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট ছিল। ওই পর্বেই ভোটগ্রহণ করা হয়েছিল এবারের নির্বাচনের সবচেয়ে নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রামে।
বিজেপির পাশাপাশি তৃতীয় দফার ভোটের আগে আজ চারটি জনসভা ও একটি রোড শো করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, কুলপি, ক্যানিং পশ্চিম ও হুগলির তারকেশ্বরে নির্বাচনী সভা রয়েছে তৃণমূল নেত্রীর। সবশেষে হাওড়া সদরের তৃণমূল প্রার্থী অরূপ রায়ের সমর্থনে কাজিপাড়া থেকে সম্মিলনী পার্ক পর্যন্ত রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকালই নন্দীগ্রাম থেকে সরাসরি উত্তরবঙ্গে ভোটের প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে ভোটপর্ব মিটতেই গতকাল রেয়াপাড়ার ভাড়া বাড়ি থেকে বেরিয়ে উত্তরবঙ্গে গিয়েছিলেন তিনি। উত্তরবঙ্গের বিভিন্ন সভা থেকে বিজেপি ও কমিশনকে তীব্র আক্রমণ করেছিলেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, নন্দীগ্রামে তিনি ভালোভাবেই জিতবেন। সেইসঙ্গে বাংলায় ফের তৃণমূলই ক্ষমতায় আসছে বলেও তিনি দাবি করেন।
এর আগে রাজ্যে ভোটের প্রচারে এসে নরেন্দ্র মোদি বলেছিলেন, মমতার হাবেভাবেই স্পষ্ট যে, নন্দীগ্রামে হারছেন তিনি। গতকাল রাজ্যে ভোটের প্রচারে এসে অমিত শাহও একই দাবি করেছিলেন। তিনি দাবি করেছিলেন যে, প্রথম দুই দফার নির্বাচনে ৬০-এর মধ্যে ৫০ আসন জিতবে বিজেপি। ২০০ আসন পেয়ে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি।
বিজেপির এই দাবি খারিজ করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, বিজেপি নেতারা ফাঁকা আওয়াজ করছেন।
হুগলি ও বেহালায় প্রচার কর্মসূচি রয়েছে ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন হুগলির ধনেখালিতে জনসভা করবেন তৃণমূল সাংসদ। এরপর আরামবাগে রোড শো। আরামবাগ পল্লিশ্রী থেকে গৌরহাটি মোড় পর্যন্ত রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবশেষে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের পর্ণশ্রীতে জনসভা।
রাজ্যে আজ প্রচারে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ ও । হাওড়ার উলুবেড়িয়ায় ও সালকিয়ায় রোড শো করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এরপর দক্ষিণ ২৪ পরগনার ফলতা ও কুলতলিতে জনসভা করবেন যোগী।