WB Election 2021: কমিশনের নির্দেশে বন্ধ স্বাস্থ্যসাথীর কাজ
আট দফায় বিধানসভা ভোট হবে বাংলায়। ভোট বৈতরণী পার হতে তৃণমূলের তুরুপের তাস স্বাস্থ্যসাথী প্রকল্প। এবার সেই প্রকল্পের ক্যাম্পই বন্ধ করে দিল নির্বাচন কমিশন। পুরসভা সূত্রে খবর, রবিবার, গড়ফার ১০৪ নম্বর ওয়ার্ডের দীনেন্দ্রনাথ মেমোরিয়াল গার্লস হাই স্কুলে স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তোলার কর্মসূচি নেওয়া হয়।
ঝিলম করঞ্জাই ও শান্তনু নস্কর, কলকাতা: ভোটের দিন ঘোষণা হতেই গড়ফায় স্বাস্থ্যসাথী ক্যাম্প বন্ধ করল নির্বাচন কমিশন। আগে থেকে ক্যাম্প বন্ধের খবর না থাকায় ভোগান্তির শিকার সাধারণ মানুষ। এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে কমিশন, অভিযোগ তৃণমূলের। স্বাস্থ্যসাথী নয় ভোট সাথী, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।
আট দফায় বিধানসভা ভোট হবে বাংলায়। ভোট বৈতরণী পার হতে তৃণমূলের তুরুপের তাস স্বাস্থ্যসাথী প্রকল্প। এবার সেই প্রকল্পের ক্যাম্পই বন্ধ করে দিল নির্বাচন কমিশন। পুরসভা সূত্রে খবর, রবিবার, গড়ফার ১০৪ নম্বর ওয়ার্ডের দীনেন্দ্রনাথ মেমোরিয়াল গার্লস হাই স্কুলে স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তোলার কর্মসূচি নেওয়া হয়।
এক পুরকর্মীর কথায়, কাল থেকে ফোন করে বলা হয়েছিল ১১টা থেকে ৪টে ক্যাম্প হবে। তাঁদের জানানোর জন্যই এখানে বসে আছি। কমিশনের তরফে নির্দেশ এসেছে ক্যাম্প বন্ধ করার জন্য। ক্যাম্প বন্ধ না করলে ভয় দেখানো হয়।বাকিরা চলে গেছে।
ক্যাম্প বাতিল হওয়ার কথা আগে থেকে না জানায় ভোগান্তির মুখে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্বাস্থ্যসাথীর আবেদনকারী এক ব্যক্তি জানান, কার্ড করাতে এসেছিলাম। নাম এসেছিল। জানতাম না আজ হবে না। স্বাস্থ্যসাথীর আবেদনকারী অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেন, আজ হবে না, এসেছিলাম, জানতাম না হবে না।
প্রশাসন সূত্রে খবর, ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্যসাথী প্রকল্পে আবেদনের শেষ দিন ছিল। তার পর নতুন আবেদনপত্র নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে ক্যাম্প বন্ধ হয়ে যাওয়ায় নির্বাচন কমিশনকে নিশানা করেছে রাজ্যের শাসক দল।
দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়, নির্বাচন কমিশন তাঁদের এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন, স্বাস্থ্যসাথীর সঙ্গে নির্বাচন কমিশনের সম্পর্ক নেই। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অবশ্য মত, ঠিকই করেছে কমিশন।
কমিশন সূত্রে খবর, নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাওয়ায় এই ধরনের সরকারি প্রকল্প চলতে পারে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তাই এখন ক্যাম্প বন্ধ রাখার কথা বলা হয়েছে।