(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal Election 2021: করোনা আক্রান্ত প্রার্থী, বদলে অন্যজনকে দাঁড় করাল তৃণমূল
করোনা আক্রান্ত আব্দুর রহমান হাসপাতালে ভর্তি।
মুরারই: এবার নির্বাচনেও করোনার প্রকোপ। করোনা থাবা বসাল প্রার্থীর ওপরই। বীরভূমের মুরারইয়ে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী বদলে ফেলল। আব্দুর রহমানের বদলে তৃণমূলের তরফে নতুন প্রার্থী করা হল মোশারফ হোসেনকে।
আগের প্রার্থী করোনা আক্রান্ত হওয়ায় প্রার্থী বদলের এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। করোনা আক্রান্ত আব্দুর রহমান হাসপাতালে ভর্তি। ২৯ এপ্রিল শেষ দফায় বীরভূমের মুরারইয়ে ভোট হবে।
নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীর পর এবার মমতার নিশানায় রাজ্য পুলিশ। এদিন ক্যানিংয়ের সভা থেকে তৃণমূলনেত্রী বলেন, "রেড করতে বাড়ি বাড়ি পাঠিয়ে দিচ্ছেন সিআরপিএফকে, নিজেরা বসে কেন? আমি আপনাদের বিপদে আপনাদের পাশে দাঁড়াই, দেখুন আমি কীভাবে লড়াই করছি, তোমাদের বাংলা-তেই কাজ করতে হবে, ভুলে যাবেন না।"
এদিকে, শনিবার রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে সরব হলেন তৃণমূল নেত্রী। তাঁর প্রশ্ন, "আমাদের পুলিশ এত দুর্বল কেন, ভয় পায় কেন? মনে রাখবেন রাজ্যে কাজ করেন, সেন্ট্রালের হয়ে নয়।" রাজ্য পুলিশের পাশাপাশি এদিন ফের কেন্দ্রীয় বাহিনীরও কড়া সমালোচনা করেন তৃণমূল নেত্রী। বলেন, "কোটি কোটি টাকার ডিস্ট্রিবিউশন হচ্ছে, কোনও নাকা চেকিং নেই, সেন্ট্রাল পুলিশ ২দিন আগে বাড়ি বাড়ি গিয়ে বলেছে টিএমসিকে ভোট দেবেন না, নন্দীগ্রামে এদের ভয়াবহ রূপ দেখেছি।"
এ বিষয়ে মমতার দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, কেন্দ্রীয় বাহিনী যখন অপারেশন চালাচ্ছে, যাতে মানুষ ভীত-সন্ত্রস্ত না থাকেন, তার চেষ্টা চলছে, তখন পুলিশ বুঝতে পারছে যে ভোটটা শান্তিপূর্ণ হচ্ছে এবং সরকার থাকবে না, পুলিশ শাপমোচনের চেষ্টা করছে কোনও কোনও জায়গায়, শেষবেলায় আত্মশুদ্ধির চেষ্টা করছেন।
তৃণমূল নেত্রী যখন কমিশন-কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে সুর চড়াচ্ছেন, তা নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। এদিন মোদি বলেন, ছাপ্পা ভোটের সুযোগ মিলছে না নির্বাচন কমিশনকে গালি দিচ্ছেন, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে প্রশ্ন তুলছেন দিদি। প্রধানমন্ত্রী আরও বলেন, 'নির্বাচন কমিশনকে গালি দিচ্ছে তাহলে বুঝবেন ওনার খেলা শেষ হয়েছে, ১০ বছর আগে এই বাহিনী আপনার কাছে ভাল ছিল।'