WB Election 2021: পুরসভায় সাংবাদিক বৈঠক চিরঞ্জিতের, মুখ্য প্রশাসককে শো-কজ কমিশনের
আচরণবিধি চালুর পর পুরসভার মধ্যে বৈঠক কেন? পুরসভার মুখ্য প্রশাসক, কার্যনির্বাহী আধিকারিককে শো-কজ। শো-কজ করল নির্বাচন কমিশন।
বারাসাত: এবার বিতর্কের কেন্দ্রে তৃণমূল প্রার্থী চিরঞ্জিতের সাংবাদিক বৈঠক। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর বারাসাত পুরসভার মধ্যে সাংবাদিক বৈঠক করেছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী। গত ৬ মার্চ এই সাংবাদিক বৈঠক করেন চিরঞ্জিৎ। আচরণবিধি চালুর পর পুরসভার মধ্যে বৈঠক কেন? পুরসভার মুখ্য প্রশাসক, কার্যনির্বাহী আধিকারিককে শো-কজ। শো-কজ করল নির্বাচন কমিশন। পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল না, দাবি পুরসভার।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে ভোট ঘোষণা করে নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী, ভোট ঘোষণার দিন থেকেই আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে যায়। সেই বিধি কার্যকর হয়ে যাওয়ার পরেও কীভাবে পুরসভার অন্দরে সাংবাদিক বৈঠক হল তা নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। আর এই বিধি লঙ্ঘনের অভিযোগেই বারাসাত পুরসভার মুখ্য প্রশাসক, কার্যনির্বাহী আধিকারিককে শো-কজ করা হল।
এর আগে চলতি মাসের শুরুতে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠে দুর্গাপুরে। ভোট ঘোষণা হতে না হতেই সবুজসাথীর সাইকেল বিলিকে কেন্দ্র করে বিতর্ক হয় । দুর্গাপুরের বিজরা হাইস্কুলে সবুজসাথী প্রকল্পে পড়ুয়াদের সাইকেল বিলি করা হয়। এরপরই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। সাইকেল বিলি করে নির্বাচনী বিধিভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ করে বিজেপি। এনিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানানোরও হুঁশিয়ারি দেয় বিজেপির শিক্ষক সংগঠন। স্কুলের প্রধান শিক্ষক অবশ্য দাবি করেন, স্কুলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার ব্যবস্থা করা হবে। তাই সাইকেল বিলি করে দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সমর্থন জানায় তৃণমূল। তাদের দাবি, ভোটের জন্য সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া বন্ধ করা যায় না।