WB Election 2021: সবঙয়ে বাইক মিছিল বিজেপির, কমিশনের দ্বারস্থ তৃণমূল
"আমি ডাকিনি, মানুষ উৎসাহিত হয়ে এসেছে", সাফাই বিজেপি প্রার্থীর
অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের সবঙয়ে বিজেপির বিরুদ্ধে নিয়ম ভেঙে বাইক মিছিল করার অভিযোগ। নির্বাচন কমিশনের কাছে নালিশ তৃণমূলের। লোকজন উৎসাহিত হয়ে মিছিলে এসেছে আমি ডাকিনি, সাফাই দিয়েছেন বিজেপি প্রার্থী।
নির্বাচন কমিশনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বিজেপির বিরুদ্ধে শতাধিক বাইক নিয়ে মিছিল করার অভিযোগ। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনে নালিশ জানাল তৃণমূল। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের সবঙে বাইক মিছিল করেন সদ্য তৃণমূল ত্যাগী বিজেপি প্রার্থী অমূল্য মাইতি। তৃণমূলের অভিযোগ, ৫ টির বেশি বাইক নিয়ে মিছিল করায় নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা জারি করলেও শতাধিক বাইক নিয়ে মিছিল করে বিজেপি।
পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের সভাপতি অজিত মাইতি বলেন, ‘‘যারা বাইক মিছিল করেছে আমার করতে পারি বিধিভঙ্গ হবে বলে করি না। আমাদের নালিশ নিয়ে কমিশন গুরুত্ব দিয়ে কাজ করেছে নজির নেই, তাও জানিয়েছি ৷’’
যদিও বাইক মিছিল নিয়ে সাফাই দিয়েছেন সবঙয়ের বিজেপি প্রার্থী অনূল্য মাইতি। তিনি বলেন, ‘‘বাইক মিছিল বলতে ৫ টার বেশি বাইক নিয়ে ঘোরা যাবে না জানি। কিন্তু উৎসাহিত লোক এসেছে আমার পেছনে। আমি তাদের বার করতে পারি না।’’
বিষয়টিকে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। আর ৮দিন পর সবং বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ৷ তার আগে, বিধিভঙ্গের অভিযোগে চড়ছে রাজনীতির পারদ।