WB Election 2021: বারুইপুরের হোটেলে শুভেন্দু-বাবুল-কুণাল!
তিন নেতাই অবশ্য জানিয়েছেন, এটা নেহাতই সৌজন্য বিনিময়। এক হোটেলে দেখা হয়ে যাওয়ার কুশল বিনিময় হয়েছে শুধু। তবে জল্পনা থামছে না।
কলকাতা: বারুইপুরের হোটেলে কুণাল-বাবুল-শুভেন্দু! ৪৫ মিনিট ধরে কুণাল-শুভেন্দু-বাবুলের বৈঠক। ২ বিজেপি নেতার সঙ্গে কুণালের বৈঠকে জল্পনা। একান্তই সৌজন্য সাক্ষাৎ, দাবি তৃণমূল মুখপাত্রের। কুণালের সঙ্গে সাক্ষাৎ কাকতালীয়, দাবি বাবুল সুপ্রিয়র। বিজেপি সাংসদ বলেন, ‘জয়নগর থেকে ফেরার সময় হঠাৎ কুণালের সঙ্গে দেখা। একটি হোটেলে খাওয়ার সময় কুণালের সঙ্গে হঠাৎ দেখা। রাজনৈতিক নয়, সৌজন্যমূলক কথা হয়েছে।‘
শুভেন্দু অধিকারীও একই সুরে বলেন, ‘চা খেতে গিয়ে হঠাৎ দেখা।’ কুলতুলি থেকে সভা সেরে ফিরছিলেন বাবুল-শুভেন্দু। ক্যানিংয়ে সভা সেরে ফিরছিলেন কুণাল ঘোষ।
মঙ্গলবার রাতে বারুইপুরের একটি হোটেলে তিন রাজনৈতিক হেভিওয়েটের সাক্ষাৎ নিয়ে ভোট পূর্ববর্তী অধ্যায়ে শোরগোল। তিনজনের মধ্যে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এবং রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে চলেছেন। অন্যদিকে কুণাল তৃণমূল শিবিরে সক্রিয় হয়ে ওঠার পর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে। সেই কারণেই শুভেন্দু-বাবুলের সঙ্গে এক হোটেলে কুণালকে দেখা যাওয়ায় রাজ্য রাজনীতিতে তোলপাড়।
তিন নেতাই অবশ্য জানিয়েছেন, এটা নেহাতই সৌজন্য বিনিময়। এক হোটেলে দেখা হয়ে যাওয়ার কুশল বিনিময় হয়েছে শুধু। তবে জল্পনা থামছে না।