WB Election 2021: দেওয়াল ‘দখলে’ অশান্তি, বাঁকুড়ার বরজোড়ায় উত্তেজনা
TMC vs BJP in West Bengal: তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগে রাজ্য সড়ক অবরোধ বিজেপির।
![WB Election 2021: দেওয়াল ‘দখলে’ অশান্তি, বাঁকুড়ার বরজোড়ায় উত্তেজনা West Bengal Election 2021: Wall painting and poster clash among political parties in Bankura WB Election 2021: দেওয়াল ‘দখলে’ অশান্তি, বাঁকুড়ার বরজোড়ায় উত্তেজনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/03/39c46819d7e2570920469e88457a77bc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: দেওয়াল লিখনের জন্য নাকি সাদা রং করেছিল বিজেপি। তার ওপর সেঁটে দেওয়া হয়েছে তৃণমূলের পোস্টার। প্রতিবাদ করায় বিজেপি কর্মীদের ব্যাপক মারধরের অভিযোগ। বিধানসভা নির্বাচনের আগে দেওয়াল দখলের অভিযোগকে কেন্দ্র করে অশান্তি বাঁধল বাঁকুড়ার বড়জোড়ায়।
হামলাকারীদের গ্রেফতারির দাবিতে আজ সকালে রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি।
রবিবার ব্রিগেডে বিজেপির সমাবেশ। এই সমাবেশে থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই উপলক্ষে বড়জোড়ার তাজপুর গ্রামে দেওয়াল লিখনের প্রস্তুতি নিয়েছিল বিজেপি। দেওয়ালে সাদা রং করা হয়। গতকাল রাতে তার ওপরে দেখা যায়, তৃণমূলের পোস্টার সাঁটা। বিজেপির অভিযোগ, জোরজবরদস্তি পোস্টার লাগিয়েছে তৃণমূল কর্মীরা। প্রতিবাদ জানালে লাঠি, বাঁশ দিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হয় বলেও অভিযোগ। মারধরে গুরুতর জখম হন ৫ জন বিজেপি কর্মী। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসাপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে। দোষীদের গ্রেফতারির আজ সকালে বড়জোড়া চৌরাস্তা মোড়ে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
তবে বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের পাল্টা দাবি, এই ঘটনার পিছনে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে।
বড়জোড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার নেপথ্যে কারা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)