Election Winners List Live Blog : নিজের গড় ধরে রাখার পর, দলকে তুলোধনা করলেন বিজেপির সৌমিত্র খাঁ
Election Results 2024 : রাজ্য-সহ সারা দেশেই নিয়ম মেনে ত্রুটিবিহীন ভাবে ভোটগণনার প্রস্তুতি নেওয়া হয়েছে। রয়েছে কড়া নিরাপত্তা।

Background
কলকাতা : আজ লোকসভা ভোটের (Lok Sabha Election Result) ফলপ্রকাশ। দেশের ৫৪৩টি আসনের ফল জানা যাবে আগামীকাল। সকাল ৮টা থেকে খোলা শুরু হবে ইভিএম। রাজ্যে ৪২টি আসনে ভোট গণনা (Lok Sabha Poll Result ) হবে ৫৫টি গণনা কেন্দ্রে। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট, তারপর খোলা হবে ইভিএম (EVM Counting)। সারা দেশেই নিয়ম মেনে ত্রুটিবিহীন ভাবে ভোটগণনার প্রস্তুতি নেওয়া হয়েছে। রয়েছে কড়া নিরাপত্তা।
ভোটগ্রহণের মতো ফলাফল প্রকাশের দিনও অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission Of India)। তার জন্য দেশের বিভিন্ন প্রান্তে থাকা ভোটগণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করার পাশাপাশি চালানো হচ্ছে নজরদারিও। নির্বাচনী প্রক্রিয়া ভালোভাবে মিটে যাওয়ার পর এখন পাখির চোখ হিসেবে গণনার বিষয়টির উপরই নজর রাখছে তারা।
Lok Sabha Election Live: নিজের গড় ধরে রাখার পর, দলকে তুলোধনা করলেন বিজেপির সৌমিত্র খাঁ
বিষ্ণুপুরে নিজের গড় ধরে রাখার পর, দলকে তুলোধনা করলেন সৌমিত্র খাঁ। বিজেপি প্রার্থীর নিশানায় বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি, ভোটে জেতার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ সৌমিত্র খাঁ।
Lok Sabha Election Live: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ২৭ জন বিরোধী নেতার বৈঠক, যোগ দিচ্ছেন কারা?
লোকসভা ভোটের ফল ঘোষণার পরের দিনই দিল্লিতে INDIA জোটের বৈঠক। আজ সন্ধেয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ২৭ জন বিরোধী নেতার বৈঠক রয়েছে। তৃণমূলের তরফে বৈঠকে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল সকাল
দিল্লি উড়ে গিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিনও। লোকসভা ভোটে তাঁর দল DMK পেয়েছে ২৭টি আসন। পাটনা থেকে একই বিমানে দিল্লি পৌঁছেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তৃতীয় দফার মোদি সরকারের কিং মেকার হতে চলেছেন নীতীশ, অন্যদিকে, লালু-পুত্র তেজস্বী যোগ দেবেন INDIA-র বৈঠকে।





















