Election Winners List Live Blog : নিজের গড় ধরে রাখার পর, দলকে তুলোধনা করলেন বিজেপির সৌমিত্র খাঁ
Election Results 2024 : রাজ্য-সহ সারা দেশেই নিয়ম মেনে ত্রুটিবিহীন ভাবে ভোটগণনার প্রস্তুতি নেওয়া হয়েছে। রয়েছে কড়া নিরাপত্তা।
LIVE

Background
Lok Sabha Election Live: নিজের গড় ধরে রাখার পর, দলকে তুলোধনা করলেন বিজেপির সৌমিত্র খাঁ
বিষ্ণুপুরে নিজের গড় ধরে রাখার পর, দলকে তুলোধনা করলেন সৌমিত্র খাঁ। বিজেপি প্রার্থীর নিশানায় বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি, ভোটে জেতার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ সৌমিত্র খাঁ।
Lok Sabha Election Live: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ২৭ জন বিরোধী নেতার বৈঠক, যোগ দিচ্ছেন কারা?
লোকসভা ভোটের ফল ঘোষণার পরের দিনই দিল্লিতে INDIA জোটের বৈঠক। আজ সন্ধেয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ২৭ জন বিরোধী নেতার বৈঠক রয়েছে। তৃণমূলের তরফে বৈঠকে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল সকাল
দিল্লি উড়ে গিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিনও। লোকসভা ভোটে তাঁর দল DMK পেয়েছে ২৭টি আসন। পাটনা থেকে একই বিমানে দিল্লি পৌঁছেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তৃতীয় দফার মোদি সরকারের কিং মেকার হতে চলেছেন নীতীশ, অন্যদিকে, লালু-পুত্র তেজস্বী যোগ দেবেন INDIA-র বৈঠকে।
Lok Sabha Election Live: সূত্রের খবর, INDIA জোটের তরফেও নীতীশ ও চন্দ্রবাবুর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে
দিল্লিতে তৃতীয় দফার NDA সরকারের কিং মেকার হতে চলেছেন নীতীশ কুমার ও চন্দ্রবাবু নায়ডু। সূত্রের খবর, INDIA জোটের তরফেও নীতীশ ও চন্দ্রবাবুর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
Lok Sabha Election Live: আজ সন্ধেয় রাষ্ট্রপতি ভবনে মোদি মন্ত্রিসভাকে নৈশভোজে আমন্ত্রণ
একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও লোকসভা ভোটের ফল ঘোষণার পরের দিন থেকেই সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে বিজেপি। আজ রাষ্ট্রপতির হাতে ভোটের ফলের চূড়ান্ত তালিকা তুলে দেবেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। তারপর সবথেকে বেশি ভোট পাওয়া দলকে সরকার গড়ার জন্য ডাকতে পারেন রাষ্ট্রপতি। ১৭ তম লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ১৬ জুন। তার আগেই শপথ নিতে চলেছে নতুন সরকার। আজ সন্ধেয় রাষ্ট্রপতি ভবনে মোদি মন্ত্রিসভাকে নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে।
Lok Sabha Election Live: আজ থেকেই সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে বিজেপি।
লোকসভা ভোটের ফল ঘোষণার পর আজ থেকেই সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে বিজেপি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
