North Bengal Election Results 2021 Live: উত্তরবঙ্গের ২৭টি আসনে জয়ী তৃণমূল, বিজেপি জিতেছে ২৬টি
North Bengal Election Results 2021 Live Updates উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা আসনের মধ্যে ৩৭টিতে এগিয়ে ছিল বিজেপি। ১৩টি আসনে এগিয়ে ছিল তৃণমূল। কিন্তু, ২০২১-এর বিধানসভা ভোটে খেলা পুরো ঘুরে গেছে।

Background
আজ ভোট গণনা। সেজে উঠেছে বিভিন্ন গণনা কেন্দ্র। কোভিড-বিধি মেনে হয়েছে গণনা প্রস্তুতি।
২৯২ বিধানসভা কেন্দ্রে ফল ঘোষণা। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু। রাজ্যে মোট গণনাকেন্দ্র ১০৮। প্রথমে পোস্টাল ব্যালট, সাধারণ ব্যালটে গণনা। সকাল সাড়ে ৮টা থেকে শুরু ইভিএমের গণনা।
প্রার্থী-মৃত্যুর জেরে ভোট হয়নি ২ কেন্দ্রে। মুর্শিদাবাদের দুই কেন্দ্রে ভোট ১৬ মে। সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ফল ঘোষণা ১৯ মে।
গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা। নিরাপত্তায় মোতায়েন ২৪২ কোম্পানি বাহিনী।
হাওড়ার ১৬টি বিধানসভা কেন্দ্রের জন্য গণনাকেন্দ্র মোট ১১টি। সবকটি কেন্দ্রেই ত্রি স্তরীয় নিরাপত্তা। গণনা কেন্দ্রের বাইরে মোতায়েন থাকবে রাজ্য পুলিশ, ভিতরে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কোভিড-আবহে রাজনৈতিক দলগুলির জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মেদিনীপুরে মোট গণনা কেন্দ্র ৪টি--মেদিনীপুর, গড়বেতা, শালবনি ও কেশপুর। গণনার সময় মেনে চলা হবে কোভিড-বিধি। কেন্দ্রের চারপাশে ত্রি স্তরীয় নিরাপত্তা। প্রত্যেক গণনাকর্মীকে কোভিড-মুক্তির সার্টিফিকেটে নিয়ে এলে, তবে ঢুকতে দেওয়া হবে।
পূর্ব মেদিনীপুরে মোট ৬টি গণনাকেন্দ্র। প্রতিটিতেই কোভিড-বিধি মেনে চলছে গণনার প্রস্তুতি। নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রামের ভোট গণনা হবে হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুলে। ওই কেন্দ্রে জারি হয়েছে কড়া নিরাপত্তা।
WB Election Results 2021 LIVE: এক ঝলকে উত্তর মালদার ফলাফল
মালদা - হবিবপুরে জয়ী বিজেপির জোয়েল মুর্মু। গাজোলে জয়ী বিজেপির চিন্ময় দেব বর্মন। চাঁচলে জয়ী তৃণমূলের নিহাররঞ্জন ঘোষ। হরিশ্চন্দ্রপুরে জয়ী তৃণমূলের তাজমুল হোসেন। মালতিপুরে জয়ী তৃণমূলের আব্দুর রহিম বক্সি। রতুয়ায় জয়ী তৃণমূলের সমর মুখোপাধ্যায়। মানিকচকে জয়ী তৃণমূলের সাবিত্রী মিত্র। মালদায় জয়ী বিজেপির গোপাল চন্দ্র সাহা। ইংরেজবাজারে জয়ী শ্রীরূপা মিত্র চৌধুরী। মোথাবাড়িতে জয়ী তৃণমূলের ইয়াসমিন সাবিনা। সুজাপুরে জয়ী তৃণমূলের মহম্মদ আব্দুল গনি। বৈষ্ণবনগরে জয়ী তৃণমূলের চন্দনা সরকার।
North Bengal Election Results LIVE: এক ঝলকে দক্ষিণ দিনাজপুরের ফলাফল
দক্ষিণ দিনাজপুর - কুশমুন্ডিতে জয়ী তৃণমূলের রেখা রায়। কুমারগঞ্জে জয়ী তৃণমূলের তোরাফ হোসেন মণ্ডল। বালুরঘাটে জয়ী বিজেপির অশোক কুমার লাহিড়ি। তপনে জয়ী বিজেপির বুধরাই টুডু। গঙ্গারামপুরে জয়ী বিজেপির সত্যেন্দ্র নাথ রায়। হরিরামপুরে জয়ী বিজেপির বিপ্লব মিত্র।





















