West Bengal Election Results 2021 Live: খেজুরিতে বিজেপির মহিলা কর্মীকে 'গণধর্ষণ', তুফানগঞ্জে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ
West Bengal Election Results 2021 Live Updates: ভোট মিটলেও অব্যাহত রাজনৈতিক হিংসা

Background
কলকাতা: কার দখলে যেতে চলেছে নীল বাড়ি? তৃতীয়বার জন্য ফের কী ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল? নাকি, নবান্ন দখল করবে বিজেপি? কতটা প্রভাব ফেলবে সংযুক্ত মোর্চা? জল্পনার অবসান ঘটিয়ে আজই ঘোষণা হতে চলেছে বিধানসভা নির্বাচনের ফল। সকাল ৮টা থেকে রাজ্যের মোট ১০৮টি কাউন্টিং সেন্টারে শুরু হবে ভোট গণনা। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট ও পরে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হবে ইভিএমের গণনা। গণনাকেন্দ্রগুলিতে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। মোতায়েন থাকছে ২৪২ কোম্পানি বাহিনী। করোনা আবহে প্রতিটি গণনাকেন্দ্রেই নজর রাখা হয়েছে স্বাস্থ্যবিধির ওপরেও। অন্যদিকে, এ রাজ্যের পাশাপাশি আজই ঘোষণা হবে অসম, পুদুচেরি, তামিলনাড়ু ও কেরলের বিধানসভা নির্বাচনের ফলও।
WB Election Results 2021 Live: তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার
তুফানগঞ্জের চিলাখানায় হাত-পা বাঁধা অবস্থায় তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তৃণমূলের। মৃত তৃণমূল কর্মীর নাম শাহিনুর রহমান। তৃণমূলের দাবি, গতকাল রাতে ওই তৃণমূল কর্মীকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে রেখে যায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। এনিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
WB Election Results LIVE: খেজুরির বারাতলায় বিজেপির মহিলা কর্মীকে 'গণধর্ষণ'
খেজুরির বারাতলায় বিজেপির মহিলা কর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গণধর্ষণের পর বিষ খাইয়ে খুনের চেষ্টারও অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বিজেপির মহিলা কর্মী। প্রতিবাদে আজ সকালে খেজুরি-হেড়িয়া রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। অবরোধ তুলতে আসায় পুলিশের সঙ্গে তুমুল বচসা, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা কর্মীরা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।





















