West Bengal Live News: বাংলা থেকে এবার পূর্ণমন্ত্রী চান বিষ্ণুপুরের জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ
West Bengal Live News Update: বাংলার সব খবরের আপডেট সবার আগে।

Background
Narendra Modi: ৮ জুন প্রধানমন্ত্রী পদে শপথ মোদির? প্রথম দফা বৈঠকের পর শুক্রবার ফের এনডিএ-র বৈঠক। তারপর সরকার গড়ার দাবি পেশ। আঞ্চলিক দলগুলির দাবি নজরে রাখার প্রতিশ্রুতি।
Lok Sabha Election Result: সরকার গঠনের আগে নীতীশ-নায়ডুর দাবির তালিকা ক্রমেই লম্বা। অন্তত ৩ জন করে ক্যাবিনেট মন্ত্রীপদ চেয়েছেন দুজনেই। পূর্ণ মন্ত্রিত্ব চাইছেন জিতনরাম, চিরাগ, একনাথরাও, খবর সূত্রের।
INDI Alliance: সরকার গঠনের দৌড়ে এখনই নয়, দিল্লির বৈঠকে বিরোধী আসনেই বসার সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের, খবর সূত্রের। জনাদেশ মোদির বিরুদ্ধে, মোদি ব্র্যান্ড শেষ, মন্তব্য রাহুল-সনিয়ার।
Chandrababu Naidu: মোদিকে সমর্থনের সম্মতিপত্র দিয়েই স্ট্যালিনের সঙ্গে বৈঠক। এনডিএ-তে থেকেও জল্পনা বাড়ালেন চন্দ্রবাবু। দক্ষিণের ২ রাজ্য নিয়ে আলোচনা, দাবি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর।
Mamata Banerjee: বিপুল সাফল্যের পর দলের নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডাকলেন তৃণমূলনেত্রী। শনিবার কালীঘাটে দলের নবনির্বাচিত প্রার্থীদের সঙ্গে বৈঠক। ঠিক হবে সংসদে দলের রণনীতি, খবর সূত্রের।
Abhishek Banerjee: বাংলায় বিপুল জয়ের পর মুখ খুললেন অভিষেক। বিজেপিকে তীব্র আক্রমণ। 'এজেন্সি, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে বুলডোজ করেছে বিজেপি, মানুষ জবাব দিয়েছে', তোপ অভিষেকের।
Soumitra Khan: ভোটে জিতেও তৃণমূলের সঙ্গে নিজের দলের সেটিংয়ের অভিযোগ বিজেপির সৌমিত্র খাঁয়ের।
Dilip Ghosh: হারা আসনে প্রার্থী করা হয়েছিল। হেরেছেন নেতৃত্ব ও নীতির জন্য। রাজ্য় নেতৃত্বকে নিশানা দিলীপ ঘোষের। তুললেন চক্রান্তের অভিযোগও। শোরগোল দলের অন্দরে।
Nandigram: নন্দীগ্রামের টাকাপুরায় বিস্ফোরণ, জখম ৩, দাবি পুলিশের। বোমা বাঁধার সময় বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ, দাবি তৃণমূলের। কর্মীর বাড়িতে বোমা রেখে ফাঁসানোর ছক, পাল্টা বিজেপি।
Post Poll Violence: ভোটের পরেও দিকে দিকে হিংসা। চাপড়ায় খুন তৃণমূল কর্মী। কোচবিহারে যুব তৃণমূল নেতাকে গুলি করার অভিযোগ। ব্যারাকপুরে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর, ময়নায় মার বিজেপি কর্মীকে।
Joint Entrance: আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট । দুপুর আড়াইটেয় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। বিকেল ৪টে থেকে দেখা যাবে ওয়েবসাইটে।
Sealdah Station: ১২ কামরার ট্রেন চালাতে মেরামতি। বৃহস্পতিবার মাঝরাত থেকে রবিবার দুপুর পর্যন্ত শিয়ালদার ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ। চাপ কমাতে কাজে লাগানো হবে দমদম ও কলকাতা স্টেশনকে।
Sunil Chetri: ১৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে দাঁড়ি পড়ছে আজই। কুয়েতের বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপ প্রি কোয়ালিফায়ার খেলেই অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী। মাঠেই সম্বর্ধনা দেবে আইএফএ।
WB News Live Updates: বিপর্যয়ের পর বঙ্গ বিজেপিতে আদি-নব্যের দ্বন্দ্ব
বিপর্যয়ের পর বঙ্গ বিজেপিতে আদি-নব্যের দ্বন্দ্ব। নতুন নেতাদের খুব দ্রুত ভরসা করা উচিত নয়, বাজপেয়ীকে উদধৃত করে বিস্ফোরক দিলীপ।
West Bengal News Live: উত্তর থেকে দক্ষিণ কলকাতায় অভিষেকের ছবি দিয়ে কাটআউট ওয়েবকুপার
লোকসভা ভোটে বাংলায় সবুজ ঝড়, উত্তর থেকে দক্ষিণ কলকাতায় অভিষেকের ছবি দিয়ে কাটআউট ওয়েবকুপার। দলের কর্মীদের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ, দাবি কুণালের।





















