WB News Live Update: ভোটের ২ দিন পরেও কালনায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ
West Bengal News Live: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর , এক নজরে।
LIVE
Background
Amit Shah: তিন মাস পরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের কথা বলছে বিজেপি, আক্রমণে মমতা। অভিযোগ ওড়ালেন অমিত শাহ।
TMC on Amit Shah: মাত্র ১০০ টাকা বাড়িয়ে বাংলার মেয়েদের অপমান। আক্রমণে চন্দ্রিমা। বিতর্কের মুখে সাফাই শুভেন্দুর।
Sandeshkhali Incident: জোর করে নির্যাতনের অভিযোগ লেখানোর মামলা। বসিরহাট মহকুমা কোর্টে জামিন নিতে দিয়ে জেল সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাসের।
BJP on Sandeshkhali: তৃণমূলের ভাইরাল-সিরিজের মধ্যেই পাল্টা ভয় দেখানোর অভিযোগ বিজেপির। গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পরেই অভিযোগকারিণীর বয়ান বদল, দাবি শমীকের।
Sandeshkhali Case: সন্দেশখালিতে দলবদলে লক্ষ লক্ষ টাকার টোপ? বিজেপি ছাড়তে চাপ, রাজি না হওয়াতেই গ্রেফতার। দাবি ধৃত আরেক বিজেপি কর্মীর স্বামীর। চক্রান্ত ফাঁস হয়ে গেছে, পাল্টা সুকুমার।
CBI Investigation on Sandeshkhlai: সন্দেশখালিতে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের আবেদন নিয়ে দৃষ্টি আকর্ষণ মহিলাদের একাংশের। স্বাধীন তদন্তের আর্জি। মঞ্জুর করল সুপ্রিম কোর্ট।
Sandeshkhali Chaos: এবার শুভেনদুর ফ্লেক্স ছেঁড়ার অভিযোগে সন্দেশখালিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। গ্রেফতার বিজেপি কর্মী, প্রতিবাদে বিক্ষোভ। ঝাঁটা-লাঠি হাতে রাত পাহারায় মহিলারা।
Amit Shah on CAA: নজরে মতুয়া ভোট। শান্তনুর সমর্থনে বনগাঁর সভা থেকে মমতাকে অমিত শাহর সিএএ-চ্যালেঞ্জ। 'আটকাতে পারবেন মমতা? বাংলায় বিজেপি ৩০টি আসন পেলেই আপনার সময় শেষ', তোপ মমতার।
CV Ananda Bose: ২০২৩-এ নৃত্যশিল্পীর করা ধর্ষণের অভিযোগে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা লালবাজারের। শ্লীলতাহানির অভিযোগে পদত্যাগ দাবি, রাজভবন অভিযানের ডাক তৃণমূলের শিক্ষা সেলের।
Lok Sabha Election 2024: প্রথম ৪ দফার ভোটেই স্পষ্ট, ফের ক্ষমতায় বিজেপি। চারশোর টার্গেট বেঁধে অমিত শাহের দাবি। '৪ দফায় ৩১৭টি আসনের মধ্যে ২৭০টিতেই নরেন্দ্র মোদি', দাবি শাহের।
EVM Controversy: তৃণমূলে ভোট দিলেই চলে যাচ্ছে বিজেপিতে। ইভিএমে কারচুপির অভিযোগে ফের সরব মমতা। এই ইভিএমে ভোটেই তো ক্ষমতায়, পাল্টা আক্রমণে অমিত শাহ।
WB News Live Updates: 'তৃণমূলের ২ প্রার্থীর মনোনয়নই গৃহীত', মালা-নুরুলের মনোনয়ন-বিতর্কে পাল্টা দাবি তৃণমূলের
'তৃণমূলের ২ প্রার্থীর মনোনয়নই গৃহীত', মালা-নুরুলের মনোনয়ন-বিতর্কে পাল্টা দাবি তৃণমূলের। মালা-নুরুলের মনোনয়নের স্ক্রুটিনির পরে এমনই দাবি তৃণমূল কংগ্রেসের। ভুল তথ্য দেওয়ার অভিযোগ, ২ প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির। কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়ের মনোনয়ন বাতিলের দাবি বিজেপির। বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুলের মনোনয়ন বাতিলের দাবি বিজেপির। তৃণমূলের ২ প্রার্থীর মনোনয়নই গৃহীত, পাল্টা দাবি তৃণমূলের।
West Bengal News Live: ভোটের ২ দিন পরেও কালনায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ
ভোটের ২ দিন পরেও কালনায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহতদের দেখতে কালনা হাসপাতালে বিজেপি প্রার্থী। বুথে এজেন্ট দেওয়ায় হামলার অভিযোগ বিজেপির। জয় শ্রীরাম স্লোগান বলতে না চাওয়ায় হামলা, পাল্টা দাবি তৃণমূলের।
WB News Live Updates: সন্দেশখালির ভাইরাল-সিরিজ, অভিষেকের নিশানায় বিজেপি
সন্দেশখালির ভাইরাল-সিরিজ, অভিষেকের নিশানায় বিজেপি। 'কয়েকটা ভোটের জন্য বাংলাকে ছোট করেছে বিজেপি', ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা অভিষেকের।
West Bengal News Live: সন্দেশখালির ভাইরাল-সিরিজের মধ্যেই মুখ খুললেন অমিত শাহ
'অত্যাচারের ক্লাসিক উদাহরণ সন্দেশখালি, সব মমতার পরিকল্পনা', সন্দেশখালির ভাইরাল-সিরিজের মধ্যেই মুখ খুললেন অমিত শাহ। 'প্রথমে অত্যাচার, তারপরে অত্যাচারের বিরুদ্ধে মুখ খোলায় ফের অত্যাচার। মহিলাদের উপর অত্যাচার, তাও চুপ ছিলেন মুখ্যমন্ত্রী, লজ্জা পাওয়া উচিত।'
WB News Live Updates: পোর্টালে আবেদনের পরে নাগরিকত্বের শংসাপত্র দিল কেন্দ্র
পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের শরণার্থীদের নাগরিকত্ব। পোর্টালে আবেদনের পরে নাগরিকত্বের শংসাপত্র দিল কেন্দ্র।