WB News Live Update: ভোটের ২ দিন পরেও কালনায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ
West Bengal News Live: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর , এক নজরে।
LIVE

Background
WB News Live Updates: 'তৃণমূলের ২ প্রার্থীর মনোনয়নই গৃহীত', মালা-নুরুলের মনোনয়ন-বিতর্কে পাল্টা দাবি তৃণমূলের
'তৃণমূলের ২ প্রার্থীর মনোনয়নই গৃহীত', মালা-নুরুলের মনোনয়ন-বিতর্কে পাল্টা দাবি তৃণমূলের। মালা-নুরুলের মনোনয়নের স্ক্রুটিনির পরে এমনই দাবি তৃণমূল কংগ্রেসের। ভুল তথ্য দেওয়ার অভিযোগ, ২ প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির। কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়ের মনোনয়ন বাতিলের দাবি বিজেপির। বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুলের মনোনয়ন বাতিলের দাবি বিজেপির। তৃণমূলের ২ প্রার্থীর মনোনয়নই গৃহীত, পাল্টা দাবি তৃণমূলের।
West Bengal News Live: ভোটের ২ দিন পরেও কালনায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ
ভোটের ২ দিন পরেও কালনায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহতদের দেখতে কালনা হাসপাতালে বিজেপি প্রার্থী। বুথে এজেন্ট দেওয়ায় হামলার অভিযোগ বিজেপির। জয় শ্রীরাম স্লোগান বলতে না চাওয়ায় হামলা, পাল্টা দাবি তৃণমূলের।
WB News Live Updates: সন্দেশখালির ভাইরাল-সিরিজ, অভিষেকের নিশানায় বিজেপি
সন্দেশখালির ভাইরাল-সিরিজ, অভিষেকের নিশানায় বিজেপি। 'কয়েকটা ভোটের জন্য বাংলাকে ছোট করেছে বিজেপি', ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা অভিষেকের।
West Bengal News Live: সন্দেশখালির ভাইরাল-সিরিজের মধ্যেই মুখ খুললেন অমিত শাহ
'অত্যাচারের ক্লাসিক উদাহরণ সন্দেশখালি, সব মমতার পরিকল্পনা', সন্দেশখালির ভাইরাল-সিরিজের মধ্যেই মুখ খুললেন অমিত শাহ। 'প্রথমে অত্যাচার, তারপরে অত্যাচারের বিরুদ্ধে মুখ খোলায় ফের অত্যাচার। মহিলাদের উপর অত্যাচার, তাও চুপ ছিলেন মুখ্যমন্ত্রী, লজ্জা পাওয়া উচিত।'
WB News Live Updates: পোর্টালে আবেদনের পরে নাগরিকত্বের শংসাপত্র দিল কেন্দ্র
পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের শরণার্থীদের নাগরিকত্ব। পোর্টালে আবেদনের পরে নাগরিকত্বের শংসাপত্র দিল কেন্দ্র।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
