Panchayat Election : 'ভোটের দিন একাধিক জায়গায় শুধু বসিয়ে রাখা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে' হাইকোর্টে রিপোর্ট পেশ বিএসএফের
Panchayat Election Counting Live : কে এগিয়ে, পিছোলেন কে ? গ্রাম বাংলা দখলের লড়াইয়ের সব আপডেট, সরাসরি
LIVE
Background
ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। প্রতি গণনাকেন্দ্রে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সঙ্গে থাকবে রাজ্য সশস্ত্র পুলিশ। গণনাকেন্দ্রের ভিতরে সিসিটিভি ক্যামেরা ও বাইরে ১৪৪ ধারা। গ্রাম বাংলার রায় কাদের পক্ষে তা জানা যাবে আর কিছুক্ষণের মধ্যে। সকাল ৮ টা থেকে রাজ্যের ৩৩৯ টি ভোটকেন্দ্রে শুরু হবে ভোটগণনা (Vote Counting)। সবথেকে বেশি গণনাকেন্দ্র দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ২৮ টি।
রাজ্যের দশম পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) ফলাফলের ক্ষেত্রে প্রথমে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি ও সবশেষে জেলা পরিষদের ভোট গণনা হবে। প্রত্যেকটি ক্ষেত্রেই ২ রাউন্ড করে গণনা হবে। গ্রাম পঞ্চায়েত (Gram Panchayat), পঞ্চায়েত সমিতি (Panchayat Samiti), জেলা পরিষদের (Zilla Parishad) গণনার সময় থাকবেন একজন কাউন্টিং অফিসার (Counting Officer) এবং একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট। সঙ্গে থাকবেন প্রতি প্রার্থীর একজন করে কাউন্টিং এজেন্ট (Counting Agent)।
রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) সূত্রে খবর, ভোটগণনা ৮ টা থেকে শুরু হলেও ব্যালট পেপার (Ballot Paper) শর্টিং শেষ করে মূল গণনার কাজ শুরু হতে ৯ টা বেজে যাবে। প্রথমে গণনা হবে ই ডি (ইলেকশন ডিউটি) ভোট। তারপর একে একে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোট গণনা। প্রত্যেক স্তরের ভোট গণনার শেষে ভোটকেন্দ্র থেকে সবহাই বেরিয়ে গেলে তারপর শুরু হবে পরের স্তরের ভোটগণনা।
স্ট্রংরুম থেকে প্রথমে আনা হবে প্রথমে গ্রাম পঞ্চায়েতের ব্যালট বাক্স (Ballot Box)। গ্রাম পঞ্চায়েতের ২ রাউন্ড হবে ভোট গণনা। যে গণনা শেষ হওয়ার পর স্ট্রংরুম থেকে আনা হবে পঞ্চায়েত সমিতির ব্যালট বাক্স। সেক্ষেত্রেও ২ রাউন্ড গণনার পর জেলা পরিষদের ক্ষেত্রেও একই নিয়ম। মোট ৩৩৯ টি কেন্দ্রে হবে ভোটগণনা। যার মধ্যে সবথেকে বেশি কেন্দ্র দক্ষিণ ২৪ পরগনায় । ২৮ টি।
একঝলকে দেখে নেওয়া যাক কোন জেলায় ক'টি ভোটকেন্দ্র -
আলিপুরদুয়ার ৬ টি
বাঁকুড়াতে ২২ টি
বীরভূমে ১৯ টি
কোচবিহারে ১২ টি
দক্ষিণ দিনাজপুরে ৮ টি
দার্জিলিঙে ৫ টি
হুগলিতে ১৮ টি
হাওড়ায় ১৪ টি
জলপাইগুড়িতে ১০ টি
ঝাড়গ্রাম ৮ টি
কালিম্পংয়ে ৪ টি
মালদায় ১৫ টি
মুর্শিদাবাদে ২৬ টি
নদিয়া ১৮টি
উত্তর ২৪ পরগনায় ২২টি
পশ্চিম বর্ধমানে ৮টি
পূর্ব বর্ধমানে ২৩ টি
পশ্চিম মেদিনীপুরে ২১ টি
পূর্ব মেদিনীপুরে ২৫ টি
পুরুলিয়া ২০ টি
দক্ষিণ ২৪ পরগনা ২৮
উত্তর দিনাজপুরে ৮টি