Panchayat Election Opinion Poll : তৃণমূল এগিয়ে থাকলেও, এবার কোন কোন জেলায় জেলা পরিষদে খাতা খুলতে পারে বিরোধীরা?
C Voter Opinion Poll 2023 : সি ভোটারের ওপিনিয়ন পোল অনুযায়ী, তৃণমূল এগিয়ে থাকলেও, এবার এই সব জেলায় খাতা খুলতে পারে বিরোধীরা।
কলকাতা : গত পঞ্চায়েত ভোটে, একাধিক জেলা পরিষদে একতরফাভাবে জিতেছিল তৃণমূল। সেবার দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, দক্ষিণ দিনাজপুরের মতো জেলা পরিষদে একটিও আসনে জেতেনি বিরোধীরা। এবার এই জেলাগুলিতে কী হবে? সি ভোটারের ওপিনিয়ন পোল অনুযায়ী, তৃণমূল এগিয়ে থাকলেও, এবার এই সব জেলায় খাতা খুলতে পারে বিরোধীরা।
দক্ষিণ ২৪ পরগনা ( South 24 Pargana )
এখন থেকেই যে জেলাগুলি স্পটলাইটে রয়েছে, তার মধ্য়ে অন্য়তম দক্ষিণ ২৪ পরগনা। মনোনয়ন পর্বে এই জেলার ভাঙড় থেকে ক্য়ানিংয়ে অশান্তি ছড়িয়েছিল। রাজ্য় নির্বাচন কমিশনের তথ্য় বলছে, গোটা রাজ্য়ের মধ্য়ে এই জেলাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীর সংখ্য়া সবথেকে বেশি। গতবার দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ ছিল বিরোধীশূন্য়।
তৃণমূলের শক্ত ঘাঁটি এই জেলায় এবার কী হবে? ভোটাররা কী ভাবছেন? সি ভোটারের ওপিনিয়ন পোল অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের ৮৫টি আসনের মধ্য়ে তৃণমূল ৫৭ থেকে ৬৭টি আসন পেতে পারে। বিজেপি জিততে পারে ১৪ থেকে ২০টি আসনে। বাম-কংগ্রেস-আইএসএফ জোট পেতে পারে ৩ থেকে ৭টি আসন।
বীরভূম ( Birbhum )
অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমে গতবার সবকটি জেলা পরিষদের আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল।
এখন অনুব্রত মণ্ডল জেলে। সি ভোটারের ওপিনিয়ন পোল অনুযায়ী, এবার বীরভূম জেলা পরিষদের ৫২টি আসনের মধ্য়ে ৩৩টি থেকে ৪৩টি আসনে জিততে পারে তৃণমূল। বিজেপি পেতে পারে ৮ থেকে ১৪টি আসন। বাম-কংগ্রেস সর্বোচ্চ ৪টি আসনে জিততে পারে।
দক্ষিণ দিনাজপুর ( South Dinajpur )
সুকান্ত মজুমদারের জেলা দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদও গতবার ছিল বিরোধীশূন্য়। সি ভোটারের ওপিনিয়ন পোল অনুযায়ী, এবার এই জেলা পরিষদের ২১টি আসনের মধ্য়ে ১১ থেকে ১৫টি আসনে জিততে পারে তৃণমূল। বিজেপি পেতে পারে ৫থেকে ৯টি আসন। বাম-কংগ্রেসের ঝুলিতে সর্বোচ্চ ২টি আসন যেতে পারে।
পশ্চিম মেদিনীপুর ( West Midnapore )
সুকান্ত মজুমদারের পাশাপাশি দিলীপ ঘোষের জেলা পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদেও গতবার কোনও আসন পায়নি বিরোধীরা। এবার সি ভোটারের ওপিনিয়ন পোল অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের ৬০টি আসনের মধ্য়ে ৩২টি থেকে ৪২টি আসনে জিততে পারে তৃণমূল। বিজেপি পেতে পারে ১৮ থেকে ২৪টি আসন। বাম-কংগ্রেস সর্বোচ্চ ৪টি আসনে জিততে পারে।
পশ্চিম বর্ধমান
গত পঞ্চায়েত ভোটে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সবকটি আসনেই জিতেছিল তৃণমূল । এবার সি ভোটারের ওপিনিয়ন পোল অনুযায়ী, এই জেলা পরিষদের ১৮টি আসনের মধ্য়ে ১১ থেকে ১৫টিতে জিততে পারে তৃণমূল। বিজেপি ২ থেকে ৬টি আসন পেতে পারে। বাম-কংগ্রেস সর্বোচ্চ ২টি আসতে জিততে পারে।
আরও পড়ুন :
মমতা না অভিষেক, পঞ্চায়েত নির্বাচন কার জন্য অগ্নিপরীক্ষা, সমীক্ষা যা বলছে
রাজ্য়ের সবকটি জেলা পরিষদের সব কটি কেন্দ্রে পৌঁছে ১০ হাজার ৫৪৮ জনের জনের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। সমীক্ষা চালানো হয়েছে ১৫ জুন থেকে ২৬ জনের মধ্য়ে। এই সমীক্ষায় মার্জিন অফ এরর প্লাস মাইনাস ৫ শতাংশ। কিন্তু জনমত সমীক্ষা হোক কিংবা বুথ ফেরত সমীক্ষা, কোনওটাই শেষ কথা নয়। গণতন্ত্রে শেষ কথা হল মানুষ ব্য়ালট বক্সে কিংবা ভোটযন্ত্রে কী রায় দিয়েছে। তাই ফল জানতে অপেক্ষা করতে হবে ১১ জুলাই অবধি।