Panchayat Poll Live Updates 2023 : মনোনয়নের সময়সীমায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট। রাজ্য নির্বাচন কমিশনের ৯ জুনের বিজ্ঞপ্তিই বহাল
অভিষেকের বার্তাই সার! মনোনয়নের তৃতীয় দিনেও জেলায় জেলায় সন্ত্রাস।

Background
কলকাতা : পঞ্চায়েত ভোটে ( Panchayat Poll ) কেন্দ্রীয় বাহিনী চেয়ে বিরোধীদের মামলার শুনানি হল কলকাতা হাইকোর্টে ( Calcutta High Court ) । কমিশনের নির্দেশ মতো সবরকম পরিকাঠামোগত সাহায্য দিতে রাজ্য সরকার বাধ্য, মন্তব্য প্রধান বিচারপতির। কলকাতার ৮০ শতাংশ পুলিশ হুগলি, বীরভূমে চলে গেলে কলকাতার আইন- শৃঙ্খলা নিয়ন্ত্রণের কী হবে? কেন্দ্রীয় বাহিনী মামলায় রাজ্য নির্বাচন কমিশনকে প্রশ্ন প্রধান বিচারপতির।
অনেকেই বলছেন, বিডিও অফিসের সামনে রাজ্য পুলিশের উপস্থিতি, ১৪৪ ধারা জারির পরও মনোনয়ন ঘিরে এই ভয়ঙ্কর ছবিই বলে দিচ্ছে, গ্রাম বাংলায় কী চলছে! বিরোধীরা অভিযোগ করছে, রাজ্যে কার্যত প্রি-পোল ভায়োলেন্স চলছে!
আর, এই পরিস্থিতিতে আরও জোরাল হচ্ছে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবি।
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। যদিও, শুরু থেকেই নতুন রাজ্য় নির্বাচন কমিশনার কার্যত রাজ্য় পুলিশেই আস্থা রাখার ইঙ্গিত দিয়েছেন! এই প্রেক্ষাপটে সোমবার হাইকোর্টে শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, রাজ্য় নির্বাচন কমিশন নিজেই বলেছে ৬ টি জেলা স্পর্শকাতর। সেগুলোর ক্ষেত্রে কি হবে? কলকাতার ৮০ শতাংশ পুলিশ যদি হুগলি বা বীরভূমে চলে যায় তাহলে কলকাতার আইন- শৃঙ্খলা নিয়ন্ত্রণের কী হবে? সাড়ে তিন মাসের মধ্যে অন্তত ১২ বার হাইকোর্টকে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে হস্তক্ষেপ করতে হয়েছে। সিভিক ভলান্টিয়ার তো মামলা রুজু করতে পারবে না। কমিশন পরিস্থিতির পর্যালোচনা করে কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
এদিন, হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় বাহিনী নামানোর প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেন, হনুমান জয়ন্তীর সময়ও আমরা বলেছিলাম যে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একত্রে রাজ্য পুলিশ কাজ করলে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সুবিধা হবে।
প্রধান বিচারপতির বেঞ্চ এও বলে, আইন অনুযায়ী কমিশনের মতামতকে অবশ্যই গুরুত্ব দিতে হবে রাজ্য সরকারকে।
কমিশনের নির্দেশ মোতাবেক সবরকম পরিকাঠামোগত সাহায্য দিতে রাজ্য সরকার বাধ্য। সেইসঙ্গে হাইকোর্ট এও মনে করিয়ে দেয়, স্বতঃপ্রণোদিত পদক্ষেপের ক্ষমতা আদালতের আছে।
কারো হাতে লাঠি, কারও মুখে কাপড় বাধা, হাতে ইট। তো কারও থেকে উদ্ধার হচ্ছে পিস্তল। এই পরিস্থিতিতে কি আদৌ কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট সম্ভব? বিরোধীদের প্রশ্ন আরও জোরাল হচ্ছে।
Panchayat Poll News Live: বীরভূমে সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে চাপ?
বীরভূমে সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে চাপ? মনোনয়ন তুলতে 'চাপ', সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা। পাড়ুইয়ের সাত্তর গ্রামে সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা
Panchayat Poll 2023 :মনোনয়ন ঘিরে জেলায় জেলায় সন্ত্রাস, অন্তর্ঘাতের সন্দেহ তাপস রায়ের!
মনোনয়ন ঘিরে জেলায় জেলায় সন্ত্রাস, অন্তর্ঘাতের সন্দেহ তাপস রায়ের! 'তৃণমূলের ভিতরে এমন কোনও শক্তি আছে, সেটা চিহ্নিত করা চেষ্টা করছি'





















