Panchayat Poll News Live : বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসনের সংখ্যা প্রকাশ রাজ্য নির্বাচন কমিশনের
তৃণমূল নেতাকে গুলি করে খুন সন্ত্রাস-তরজা পুলিশের ভয়ে পুকুরে বোমা! আরও খবর ...
LIVE
![Panchayat Poll News Live : বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসনের সংখ্যা প্রকাশ রাজ্য নির্বাচন কমিশনের Panchayat Poll News Live : বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসনের সংখ্যা প্রকাশ রাজ্য নির্বাচন কমিশনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/23/39f08bfb97f5ede808ead9675312ff7e168748458156853_original.png)
Background
Panchayat Poll News Live : 'খুন'-র অভিযোগে ধৃত পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী
আদ্রায় তৃণমূলের টাউন সভাপতিকে (Adra TMC Town President) খুন ঘিরে চরমে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল নেতা খুনে ডেকো গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থীকে (Congress Candidগ্রেফতার করল পুলিশ। বিরোধীদের ফাঁসানোর অভিযোগে সরব হয়েছে কংগ্রেস। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
Panchayat Poll News Live: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়
গ্রাম পঞ্চায়েতের ৬৩২২৯টি আসনের মধ্যে বিনা যুদ্ধে জয় ৮০০২ টি আসনে। পঞ্চায়েত সমিতির মোট ৯৭৩০টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ৯৯১ টি আসনে।
Panchayat Poll News Live :বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসনের সংখ্যা প্রকাশ রাজ্য নির্বাচন কমিশনের
পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২ শতাংশ আসনে জয়। তিনটি স্তর মিলিয়ে ৭৩৮৮৭টি আসনে ৯০০৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসনের সংখ্যা প্রকাশ রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal Election Commission)।
Panchayat Poll News Live : পঞ্চায়েত নির্বাচন আসতেই ব্যস্ততা তুঙ্গে পতাকা তৈরির কারিগরদের
ডোমজুড়ের উনসানি এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলের পতাকা তৈরি করছেন রাজু হালদার। সব রাজনৈতিক দলের পতাকা তৈরির পাশাপাশি স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের আগে কাজের চাপ বাড়ে। তবে এ বছর হঠাৎ পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার ফলে কার্যত চাপে পড়ে গেছেন পতাকা তৈরির কারিগররা। পঞ্চায়েত নির্বাচন আসতেই ব্যস্ততা তুঙ্গে পতাকা তৈরির কারিগরদের। নির্দিষ্ট সময়ের মধ্যে রাজনৈতিক দলের অর্ডার মতো পতাকা সরবরাহ করতে হবে। তাই না খাওয়ার সময় পাচ্ছেন না কারিগররা। রাত জেগে চলছে কাজ। নির্বাচনের মুখে একটু বাড়তি লাভের মুখ দেখতে পেয়ে খুশি মালিক এবং কারিগররা।
Panchayat Poll News Live : পঞ্চায়েত নির্বাচন আসতেই ব্যস্ততা তুঙ্গে পতাকা তৈরির কারিগরদের
ডোমজুড়ের উনসানি এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলের পতাকা তৈরি করছেন রাজু হালদার। সব রাজনৈতিক দলের পতাকা তৈরির পাশাপাশি স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের আগে কাজের চাপ বাড়ে। তবে এ বছর হঠাৎ পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার ফলে কার্যত চাপে পড়ে গেছেন পতাকা তৈরীর কারিগররা। পঞ্চায়েত নির্বাচন আসতেই ব্যস্ততা তুঙ্গে পতাকা তৈরির কারিগরদের। নির্দিষ্ট সময়ের মধ্যে রাজনৈতিক দলের অর্ডার মতো পতাকা সরবরাহ করতে হবে। তাই না খাওয়ার সময় পাচ্ছেন না কারিগররা। রাত জেগে চলছে কাজ। নির্বাচনের মুখে একটু বাড়তি লাভের মুখ দেখতে পেয়ে খুশি মালিক এবং কারিগররা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)