WB Election 2021: চাপড়ায় ক্যাম্প অফিস থেকে চা-জলখাবার খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পুলিশ পৌঁছতেই সকলে পালিয়ে যায়
নদিয়া: চাপড়া বিধানসভার মহেশনগরে ক্যাম্প অফিস থেকে চা-জলখাবার খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল কর্মীরা চা-জলখাবার বিলি করছিলেন। পুলিশ পৌঁছতেই সকলে পালিয়ে যায়।
আবার, চাপড়ার এলেমবাজারে বুথের বাইরে সন্দেহজনক গতিবিধি। এক ব্যক্তিকে আটক করে কেন্দ্রীয় বাহিনী। পরে রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করে। দীর্ঘক্ষণ ধরে বুথের বাইরে ঘোরাফেরা করছিলেন ওই ব্যক্তি। সেই কারণেই গ্রেফতার, জানাল পুলিশ।
এদিকে, চাপড়া বিধানসভার বড় আন্দুলিয়ায় বেআইনি জমায়েত হঠাতে সকাল থেকে অভিযান চালায় পুলিশ।
চাপড়ার পাশাপাশি, অশান্তির খবর মিলেছে নবদ্বীপ থেকেও। গতকাল নবদ্বীপ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিজেপির যুব মোর্চার কার্যালয়ে হামলা ও কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন আহত দুই বিজেপি কর্মী।
অন্যদিকে, তৃণমূলের দাবি এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই। মত্ত অবস্থায় বিজেপি যুব মোর্চার কর্মীরা হুমকি দিতে শুরু করায় স্থানীয় বাসিন্দারা প্রতিরোধ গড়ে তোলে। পালানোর সময় পড়ে গিয়ে ২ বিজেপি কর্মী আহত হন বলে শাসক শিবিরের দাবি।
আজ রাজ্যে ষষ্ঠ দফার ভোট গ্রহণ হচ্ছে। ৪ জেলার মোট ৪৩টি আসনে ভোট হচ্ছে। উত্তর ২৪ পরগনার ১৭টি, পূর্ব বর্ধমানের ৮, উত্তর দিনাজপুর ও নদিয়ার ৯টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। ৪ জেলার এক তৃতীয়াংশেরও বেশি বুথ অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।
জেলাভিত্তিক যে যে বিধানসভায় আজ ভোটগ্রহণ চলছে-
উত্তর ২৪ পরগনা (১৭)-
বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর।
নদিয়া (৯)-
করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ।
পূর্ব বর্ধমান (৮)-
ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি।
উত্তর দিনাজপুর (৯)-
চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার।