West Bengal Elections 2021: ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, অস্বস্তিতে শাসক দল
মাত্র ৩ দিনেই যুব তৃণমূলের অঞ্চল সভাপতি বদল। যা ঘিরে ফের কোচবিহারের দিনহাটায় প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। অঞ্চল সভাপতির অসারণের প্রতিবাদে দলেরই পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিলেন তৃণমূল কর্মীরা।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: তিন দিনের মধ্যে যুব অঞ্চল সভাপতি বদল ঘিরে দিনহাটায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। অভিযোগ অপসারিত অঞ্চল সভাপতির অনুগামীরা এলাকায় তৃণমূলের পার্টি অফিসে তালা ঝোলান। যদিও বিক্ষুব্ধরা দলের কেউ নয় বলে দাবি জেলা যুব তৃণমূল সভাপতির।
মাত্র ৩ দিনেই যুব তৃণমূলের অঞ্চল সভাপতি বদল। যা ঘিরে ফের কোচবিহারের দিনহাটায় প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। অঞ্চল সভাপতির অসারণের প্রতিবাদে দলেরই পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিলেন তৃণমূল কর্মীরা।
জেলা যুব তৃণমূল সভাপতি ও দিনহাটার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে উঠল স্লোগান। গত সোমবার দিনহাটার চৌধুরীহাট অঞ্চলের যুব তৃণমূল সভাপতি হিসেবে আমিনুর খানের নাম ঘোষণা হয়। বৃহস্পতিবার তাঁকে সরিয়ে ভবেশ বর্মনকে আনার পরই উত্তপ্ত হয়ে ওঠে চৌধুরীহাট। দিনহাটার অপসারিত যুব তৃণমূল নেতা আমিনুর খান বলেন, ‘‘এখানকার স্থানীয় নেতারা মোটা অঙ্কের টাকা নিয়েছেন। পরশু দিন অন্য কাউকে সভাপতি করা হয় তার জন্য চৌধুরীহাট বাজারে বিক্ষোভ মিছিল হয়। পার্টি অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয়, সমাধান না হলে বিক্ষোভ হবে ৷’’
যদিও জেলা যুব তৃণমূলের দাবি, বিক্ষোভকারীরা দলের কেউ নন। কোচবিহারের যুব তৃণমূল নেতার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, “যারা এসব কাজ করছে তারা তৃণমূলের লোক নয়, আমাদের দলের হয়ে কেউ এমন করবে না, সকলের সঙ্গে আলোচনা করেই অঞ্চল সভাপতি নির্বাচন হয়েছে৷”
ভোটের মুখে অঞ্চল সভাপতি বদল নিয়ে কোন্দল প্রকাশ্যে চলে আসায় তৃণমূলকে বিঁধতে ছাড়েনি বিজেপি। দলের যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য পঙ্কজ বুচ্চা জানান, ‘‘এটা তৃণমূলের চরিত্র, এটাই আদর্শ, ১০ বছর ধরে দেখছি কীভাবে গোষ্ঠীকোন্দল চলছে, নিজেরা লড়েই ওরা শেষ হবে ৷’’
আগামী ১০ এপ্রিল ভোট হবে কোচবিহারের দিনহাটায় ৷ গত মাসে উত্তরবঙ্গে এসে দ্বন্দ্ব মেটাতে কোচবিহারের নেতাদের কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে ড্যামেজ কন্ট্রোলের পরিবর্তে দিনহাটায় তৃণমূলের অস্বস্তি বেড়েই চলেছে।