5 Years Of Kaabil: 'কাবিল' ছবির পাঁচ বছর পূর্তি, হৃত্বিকের জন্য কেঁদেছিলেন প্রীতি জিন্টা
'কাবিল' ছবির পাঁচ বছর পূর্তিতে আবেগপ্রবণ অভিনেত্রী ইয়ামি গৌতম। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'কাবিল' ছবির পোস্টার শেয়ার করে ভালোবাসা প্রকাশ করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি ও ভিডিও শেয়ার করেছেন।
মুম্বই: পাঁচ বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল বলিউড ছবি 'কাবিল' (Kaabil)। বক্স অফিসে ঝড় তোলা এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন হৃত্বিক রোশন (Hrithik Roshan) এবং ইয়ামি গৌতম (Yami Gautam)। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় রোহিত রয় (Rohit Roy) এবং রণিত রয়কে (Ronit Roy)। পরিচালক সঞ্জয় গুপ্তের ছবি 'কাবিল' দেশে ব্যাপক ব্যবসা করার পর মুক্তি পায় চিনে। সেখানেও বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে। বিভিন্ন সূত্রে জানা যায়, 'কাবিল' মুক্তি পাওয়ার পর চিনে হৃত্বিক রোশনের অনুরাগীর সঙ্গে মারাত্মক বেড়ে যায়।
'কাবিল' ছবির পাঁচ বছর পূর্তিতে আবেগপ্রবণ অভিনেত্রী ইয়ামি গৌতম। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'কাবিল' ছবির পোস্টার শেয়ার করে ভালোবাসা প্রকাশ করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবির একাধিক স্টিল ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা গেল অভিনেত্রীকে। সঙ্গে ভালোবাসার ইমোজি শেয়ার করতে ভোলেননি তিনি।
আরও পড়ুন - 5 Years Of Raees: 'বানিয়ে কা দিমাগ, মিঞাভাই কি ডেয়ারিং', শাহরুখ খানের 'রইস'-এর সেরা পাঁচ ডায়লগ
আজ 'কাবিল' ছবির পাঁচ বছর পূর্তিতে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে প্রীতি জিন্টার (Preity Zinta) পুরনো একটি টুইট। যেখানে তিনি ছবিটি দেখে প্রতিক্রিয়া দিয়েছেন। 'কাবিল' দেখার পর আবেগপ্রবণ হয়ে পড়েন প্রীতি জিন্টা। তিনি টুইটারে লেখেন, 'কাবিল আর হৃত্বিক। অনেক ভালোবাসা। আমার মনে হয় 'কোই মিল গয়া'র পর এটা ওর সেরা পারফরম্যান্স। ও আর ইয়ামি আমাকে কাঁদিয়ে দিল।' প্রসঙ্গত, প্রীতি জিন্টার সঙ্গে হৃত্বিক রোশনের বন্ধুত্বের কথা অনুরাগীদের অজানা নয়। 'কোই মিল গয়া' ছবির সময় থেকেই তাঁদের বন্ধুত্ব শুরু হয়।
'কাবিল' ছবিতে হৃত্বিক রোশন এবং ইয়ামি গৌতম দুজনকেই অন্ধ স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। দুই তারকার অনস্ক্রিন কেমিস্ট্রি এবং রোম্যান্টিকতা মন ছুঁয়ে যায় দর্শকের। বক্স অফিসেও ব্যাপক সাফল্য পায় এই ছবি.